নির্বাচনী দাঙ্গা বাগদায়



হট নিউজ বাগদা ঃ-
সদ্য-সমাপ্ত ত্রি-স্তর নির্বাচন ২০১৩ এর ফলাফলকে ঘিরে বাগদার কয়েকটি এলাকায় উত্তেজনা তুঙ্গে৷ ভোটের ফলাফল বের হওয়ার সাথে সাথে বাগদা থানার মামাভাগিনা ও বড়-বাগী গ্রামে পৃথক পৃথক ভাবে দুই স্থানে সিপিএম ও তৃণমুল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাঁধে৷ এ সংঘর্ষে মামাভাগিনায় নারী পুরুষ মিলে দশ জন তৃণমুল কংগ্রেসের সমর্থক আহত হয়, আহতদের মধ্যে দশরথ বিশ্বাস(৩৩)এর মাথায় ৪টা সেলাই ও মনোরঞ্জন পান্ডে(৩৫)এর মাথায় ২৮টা সেলাই পড়েছে৷ গুরুতর জখম এদু’জন বাগদা হাসপাতালে চিকিৎসাধীন এরা জানিয়েছে সিপিএম অত্যাচার থেকে ৩বছরের শিশু, যুবতীমেয়ে ও গৃহবধুরাও রেহায় পায়নি৷
অপর দিকে বড়-বাগী গ্রামেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এখানে তৃণমুল কংগ্রেসের কর্মী সিরাজুল ইসলাম(২৫)কে চৌকাঠ দিয়ে মেরে মাথা ফাঁটিয়ে দেয় রহমান,রাজ্জাক,শহীদ,ইমরান,আশরাফ,রহিম সহ ২০/২৫জন সিপিএমের কর্মী-সমর্থক৷ আহত সিরাজুল ইসলামের মাথায় ১১টা সেলাই পড়েছে সে বাগদা হাসপাতালে চিকিৎসাধীন৷
এ ব্যপারে বাগদা থানায় পৃথক পৃথক ভাবে মামলা হয়েছে৷
