পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থার ষড়যন্ত্রকারীদের বরদাস্ত করা হবে না –মাধুরী সরকার
হট রিপোর্ট বাগদা ঃ-
বাগদা পঞ্চায়েত সমতির সভাপতি শম্পা আধিকারীর বিরুদ্ধে অনাস্থার ষড়যন্ত্রকারীদের কোন রকমেই বরদাস্থ করা হবে না৷ দলের মধ্যে থেকে দলবিরোধী আচরন আমরা কিছুতেই হতে দিতে পারিনা৷ মনে রাখবেন আমাদের একজন সু-যোগ্য অবিভাবক আছেন তিনি হচ্ছেন বাগদার রূপকার, বাগদার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাস৷ তিনি নিঃশ্চয় এধরণের দলবিরোধী কার্যকলাপ মেনে নেবেন না৷ বাগদা পঞ্চায়েত সমতির সভাপতি শম্পা আধিকারীর বিরুদ্ধে অনাস্থার ব্যাপারে বাগদা পঞ্চায়েত সমতির পুর্ত্য কর্মাধক্ষ্য শ্রী কার্ত্তিক বাইনের সাথে আলাপ কালে জানা গেল সভাপতি শম্পা আধিকারী টেবিল চাপড়ে কতিপয় কর্মাধক্ষ্যের সঙ্গে কথা বলেন, ওঁনার ব্যাবহৃত গাড়ীটি ব্যাক্তিগত ভাবেই ব্যাবহার করেন৷ বাড়ী থেকে পঞ্চায়েত সমতিতে আসার পথে বেশ কয়েকজন কর্মাধক্ষ্যের বাড়ী, বৃষ্টি বাদলের দিনে তাঁদেরও পঞ্চায়েত সমতিতে আসতে বেশ সমস্যা হয়৷ তাছাড়া এসব কর্মাধক্ষ্যদের বেশীর ভাগই মহিলা তবুও তাঁরা ওই গাড়ীতে আসা-যাওয়ার সুযোগ পাইনা স্বভবতঃ একারনে অনেকে সভাপতির উপর অখুশী৷ ২১শে জুলাই দলনেত্রী মমতা ব্যানার্জীর ডাকেসাড়া দিয়ে শহীদ স্মরনে ধর্ম্মতলা যাবার আহ্বানে গত ১৯শে জুলাই বাগদা ব্লক যুব তৃণমুল কংগ্রেসের ডাকে বাগদা পুরাতন বাজারে অনুষ্ঠিত সান্ধ্যকালীন পথসভায় বক্তব্য দান কালে এ কথা বলেন৷ মিসেস সরকার ২১শে জুলাই শহীদ দিবসের তাৎপর্য্যের বর্ননাদান কালে সিপিএমের ৩৪ বছরের কুশাসনের দলিল তুলে ধরেন৷ তিনি বাগদার রূপকার, বাগদার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের ভূয়োষী প্রশংসা করে বলেন, বাগদাতে আইটিআই কলেজ, কম্পিউটারের মাধ্যমে ইংরাজী শিক্ষার ব্যাবস্থা, কৃষান মান্ডী, একাধিক সড়ক, ব্রীজ, কালর্ভাট নির্মানের কথা উল্লেখ করেন৷ অঘোর বাবু তার বক্তব্য দান কালে বলেন, পুরুষ শাসিত সিপিএম ৩৪ বছরে যা করতে পারেনি তৃণমুল নেত্রী মমতা ব্যানার্জী মহিলা হয়ে মাত্র সাড়ে তিন বছরে তার থেকে অনেক বেশী করে দেখিয়েছেন৷ উক্ত পথ সভায় বক্তব্য রাখেন, বাগদা ব্লক যুব তৃণমুল কংগ্রেসের সভাপতি তুলসী বিশ্বাস, সহঃসভাপতি বিষ্ণু বিশ্বাস, তৃণমুল কংগ্রেসের শিক্ষা সেলের নেতা অঘোর হালদার, আষাঢ়ু অঞ্চল তৃণমুল কংগ্রেসের নেতা নিখিল ঘোষ প্রমুখ৷ সভায় বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন বাগদা পঞ্চায়েত সমতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য নিমাই বিশ্বাস, বাগদা পঞ্চায়েতের উপ-প্রধান প্রধান অমুল্য হালদার, বাগদা পঞ্চায়েত সমতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধক্ষ্য পরিতোষ সাহা, বাগদা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য স্বপন সিকদার, বাগদা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সাইফুদ্দিন মণ্ডল, বাগদা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শফিকুল মণ্ডল প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগদা ব্লক যুব তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিক্ষক সঞ্জিত সরদার৷
