পঞ্চায়েত সমিতি গঠন ও বৈকুলা স্কুল নির্বাচন

হট নিউজ(বাগদা)ঃ-
বাগদা থানার বৈকুলা হাইস্কুলের অবিভাবক প্রতিনিধি নির্বাচনে গতবারের মত এবারও অর্থাৎ গত ২৯শে সেপ্টেম্বর তৃণমুল কংগ্রেসের প্যানেল জেতাতে তৃণমুল শিবিরে উৎসবের আমেজ চলছে৷ অবিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমুল কংগ্রেসের কালীপদ কুন্ডু, গোপাল মজুমদার, পিযুষ বাওয়ালী, প্রশান্ত ঘোষ, প্রশান্ত তরফদার ও মীতা মজুমদার নির্বাচিত হয়েছে৷উক্ত ৬জনের মধ্যে তৃণমুল কংগ্রেসের প্রার্থী কালীপদ কুন্ডু সর্ব্বোচ্য ৭৭১ ভোট পেয়েছেন তাঁর নিকটতম সিপিএম প্রার্থী পেয়েছেন ৫৮৩ ভোট৷ অপরদিকে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবার পর ৯জন কর্মাধক্ষ্য নির্বাচনে কে কোন দপ্তর পাবে এটা নিয়ে বেশ জল্পনা কল্পনার অবসান ঘটল গত ২৭শে সেপ্টেম্বর৷ এবারে সর্ব-সন্মোতিক্রমে পূর্ত কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইন, স্বাস্থ্য কর্মাধক্ষ্য নিমাই বিশ্বাস, কৃষি কর্মাধক্ষ্য শ্যামল মুন্ডা, খাদ্য ও সরবরাহ কর্মাধক্ষ্য সাধন বাগচী, শিক্ষা কর্মাধক্ষ্য প্রতিমা বিশ্বাস, নারী ও শিশুকল্যান কর্মাধক্ষ্য মমতা বিশ্বাস, মৎস্য কর্মাধক্ষ্য মায়া বিশ্বাস, বিদ্যুৎ কর্মাধক্ষ্য মঞ্জুরাণী বিশ্বাস, বন ও ভূমি কর্মাধক্ষ্য মিহির বিশ্বাস নির্বাচিত হয়েছে৷
#
