পথ অবরোধ বাগদায়

14/07/2013 07:37

হট নিউজ বাগদা৷ঃ-

ভোটের প্রচার কাজে বাধা সৃষ্টি ও তাদের এক কর্মীকে হেনস্তার প্রতিবাদে গত ১৩ই জুলাই সন্ধ্যায় বাগদার নির্দল প্রার্থীরা বাগদা নতুন বাজারে পথ অবরোধ করে৷ তাদের দাবী তৃণমুল প্রার্থীরা তাদের ভোটের প্রচার কাজে বাধা সৃষ্টি করছে এবং তাদের কর্মী কাজল বাবুকে তৃণমুলের যে কর্মী মারপিঠ করেছে তার গ্রফতারের প্রতিবাদেই এই পথ অবরোধ৷ এ ব্যাপারে কাজল বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নির্দল প্রার্থীদের সকল আশায় জলঢেলে দিয়ে  বলেন তিনি কোন দলের লোক নন বা তিনি কোন দলের সাথে ঘোরেন না৷ মহিতোষ সর্দ্দার নামে যে ব্যাক্তি তাকে মেরেছে বলে নির্দল প্রার্থীরা অভিযোগ করছে, আসলে তার সাথে কাজল বাবুর সম্পর্ক যথেষ্ট ভাল এবং তিনি ব্যাক্তিগত ভাবে মহিতোষ সর্দ্দারের বিরুদ্ধে বাগদা থানায় কোন অভিযোগও দায়ের করেননি৷

অপর দিকে তৃণমুল নেতৃত্ত্বের সাথে কথা বলে জানা গেছে নির্দল প্রার্থীরায় তাদের ভোটের প্রচার কাজে বাধা সৃষ্টি করছে এবং কর্মীদেরকে হুমকি প্রদান করছে৷