পরকীয়ার টানে

28/10/2013 08:10

 

হট নিউজ

বাগদা ঃ-

গত ২৩শে অক্টোবর সন্ধ্যায় বাগদা বাজারের প্রশিদ্ধ ব্যাবসায়ী বিমল করের বিশ্বস্থ কর্মচারী বিষ্ণু পাল(৩২)ঘরে গর্ভবতী স্ত্রীকে রেখে প্রেমিকার হাত ধরে অজানার উদ্দ্যেশে পাড়ি জমিয়েছে৷ বাগদা পাল পাড়ার রবি পালের ছেলে বিষ্ণু পাল মশ্যমপুর ট্রাংকি পাড়ার সন্তোষ দাসের মেয়ে অনিমা দাস(১৯)এর সাথে ভালবাসা ছিল দীর্ঘ দিনের কিন্তু পারিবারিক প্রতিবন্ধকতায় তখন অনিমাকে বিয়ে করা সম্ভব হয়নি অগত্যা বাবা মায়ের পছন্দের পাত্রীকেই বিয়ে করেছিল বিষ্ণু৷

এমতাবস্তায় বাগদার জনমনে প্রশ্ন নিরপরাধ ওই গর্ভবতী মহিলাটির ভবিষ্যত কি হবে? আর তার গর্ভজাত সন্তানটির ভবিষ্যতই বা কি হবে? এদের এই অপুরনীয় ক্ষতির জন্য দায়ীই বা কে?