পরকীয়ায় বাধসাধায় খুন বাগদায়

হট রিপোর্ট, বাগদা : পরকীয়ায় বাধসাধায় বাগদার পারকৃষ্ণচন্দ্র পুর গ্রামের এক গৃহবধুকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অপরাধে বাগদা থানায় মামলা দায়ের করলো মৃত গৃহবধুর বাবা জয়দেব গাইন গত ২০শে নভেম্বর৷ জানা গেছে গৃহবধুটির নাম প্রিয়াঙ্কা বালা(২২)তার বাবার বাড়ী বনগাঁ থানার কুন্দিপুর৷ বছর চারেক আগে পারকৃষ্ণচন্দ্র পুর গ্রামের আশুতোষ বালার সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং মাস ছয়েক আগে তাদের একটা ছেলেও হয়েছিল৷ হেলেঞ্চায় আশুতোষের ফার্ণিচারের দোকানের ওপর তলায় দাদা বৌদির সাথেই থাকতো আশুতোষ-প্রিয়াঙ্কা৷ কর্মসূত্রে দাদা মনোতোষ বাইরে থাকায় বৌদির সঙ্গে দেবর আশুতোষের সম্পর্ক আপত্তিকর হয়ে উঠলে স্ত্রী প্রিয়াঙ্কা প্রতিবাদ করে এবং পরিবারের অন্যআন্যদেরকেও জানানোর অপরাধে প্রিয়াঙ্কাকে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয় বলে মৃতার বাবা জয়দেব বাবুর অভিযোগ৷ তিনি আরো অভিযোগ করেন বেশ কিছদিন যাবৎ জামাতা আশুতোষ একটা গাড়ী কেনার জন্য মোটা অংকের টাকা আনার জন্য বেশ কিছুদিন ধরে প্রিয়াঙ্কাকে চাপ দিচ্ছিল, যদিও তিনি বিয়ের সময় মটর সাইকেল, ভরি দশেক স্বর্ণালঙ্কার, নগদ লাখ দেড়েক টাকা সহ বিভিন্ন প্রকার জিনিষপত্র পন হিসাবে দিয়েছিলেন৷ অভিযোগ পত্রে উল্লেখিত এই খুনের অন্যতম ইন্ধন দাতা প্রিয়াঙ্কার শ্বাশুড়ী ভানু বালাকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ্দ করেছে৷ অন্যান্য ইন্ধন দাতার তালিকায় প্রিঙ্কায়ার শ্বশুর হারাধন বালা, তিন ভাষুর এবং এক ননদও রয়েছে৷
