পাগলীকে হাসপাতালে নিলেন বিডিও সভাপতি ও অন্যরা


হট রিপোর্ট বাগদা ঃ-
একজন অসুস্থ পাগলীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্ত্তি করালেন বাগদা সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতি মালবিকা খাটুয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি শম্পা অধিকারী, বাগদা ব্লক পরিবেশ দপ্তরের আধিকারিক নির্মল চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য নিমাই বিশ্বাস, বাগদা থানার ওসি গোপাল বিশ্বাস, তৃণমুল নেতা পরিতোষ সাহা, স্বপন সিকদার প্রমুখরা৷ বাগদা ব্লক পরিবেশ দপ্তরের আধিকারিক নির্মল চক্রবর্তীর দেওয়া এক সংবাদের ভিত্তিতে গত ২০শে ফেব্রুয়ারী সন্ধ্যায় উক্ত ব্যাক্তিবর্গ অসুস্থ পাগলী ভারতী(৪৫)কে নতুন বস্ত্র পরিয়ে শীততাপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্সে করে বাগদা ব্লকের কুড়ুলিয়া বাজার থেকে বাগদা হাসপাতালে নিয়ে আসেন৷ পাগলীটি বোবা সে দু’হাজার সালের বন্যার পর থেকে অর্থাৎ প্রায় ১৪বৎসর যাবৎ কুড়ুলিয়া বাজারের পাড়ুই পড়ার নিকট বসবাস করছে গ্রামবাসীরা তাকে একটা তাঁবুর ঘর করে দিয়েছে৷ বর্তমানে তাঁর দু’পায়ে পক্ষাঘাত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে৷
