পিংপং ক্রিকেট টুর্ণামেন্ট

27/01/2014 07:07

হট রিপোর্ট বাগদা ঃ-

                বাগদা থানার ঐতিহ্যবাহী ক্লাব তরুন সংঘ ৬৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে ক্লাব প্রাঙ্গনে একদিনের ৮ দলীয় নক আউট পিংপং ক্রিকেট টুর্ণমেন্টের আয়োজন করে৷ উক্ত টুর্ণমেন্টে বাগদা থানার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৮টি শক্তিশালী দল অংশ নেয়৷ একদিনের এই টুর্ণমেন্টে সেমি-ফাইনাল উত্তির্ন দুই ক্লাব বাগদা থানার সীমান্তবর্তী মশ্যমপুরের সীমান্ত সংঘ শক্তিশালী দল রেড এন্ড ইয়েলো লাভার্স ক্লাবকে পরাজিত করে বিজয়ী ট্রফি ছিনিয়ে নেয়৷ উল্লেখ্য, ঐতিহ্যবাহী ক্লাব তরুন সংঘ দিবসটি উদযাপন উপলক্ষ্যে এছাড়াও দিবা-রাত্র ১৬দলীয় কেরাম বোর্ড প্রতিযোগীতা, সন্ধ্যায় নৃত্য, সঙ্গীত ও কবিতা আবৃতি প্রতিযোগীতারও আয়োজন করে৷