প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ছিনতায়ের অভিযোগ !

28/01/2014 01:38

হট রিপোর্টঃ-        

        বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের বিরুদ্ধে প্রকাশ্য দিবালকে নগদ টাকা ও সোনার চেইন ছিনতায় সহ খুনের চেষ্টার অভিযোগে বাগদা থানায় মামলা দায়ের করলো বাগদা থানারই গাঁদপুকুরিয়ার এক তৃণমুলের কর্মী৷ অভিযোগকারী ভবানীশংকর বাবু(৬২) জানিয়েছেন গত ১৬ই জানুয়ারী বিকালে বৈকোলা বাজারে দাড়িয়ে থাকা কালীন সময়ে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের সাথে দেখা হয়ে যায়৷ আর দেখা হতেই দুলাল বাবু পুর্ব শত্রুতার কারনে তাঁর উপর ঝাপিয়ে পড়ে এলোপাতাড়ী কিলঘুষি মারতে মারতে জোর করে একটা অটোরিক্সায় চাপিয়ে বাগদা থানায় নিয়ে যায়৷ এ ব্যাপারে প্রাক্তন বিধায়ক দুলাল বরের সাথে কথা বললে উঁনি অভিযোগ অস্বীকার করে বলেন, প্রাক্তন বিধায়ক ও একজন শিক্ষক হিসাবে দলমত নির্বিশেষে সমাজের সকলে তাঁকে যথেষ্ঠ সন্মান করে৷এই রকম অবস্থানে থেকে কারোর পক্ষে কি এই ধরনের ন্যাকার জনক ঘটনা ঘটানো সম্ভব? ঘটনার আসল ব্যখ্যা প্রদান কালে দুলাল বাবু জানান, গাঁদপুকুরিয়ার ভবানীশংকর বাবু তার মামাতো ভাই, তার সাথে এক সময়ে তাঁদের সম্পর্ক খুবই ভাল ছিল ঠিক সেই সময়ে তাঁর বাবা দিলীপ বাবুর নিকট থেকে ব্যাবসার জন্য দুই লক্ষ টাকা হাওলাৎ নিয়েছিল যা অদ্যাবধি পরিশোধ করে নাই৷ এ কারনেই দুলাল বরের বাবা দিলীপ বাবু কিছুদিন পুর্বে বাগদা থানায় ভবানীশংকর বাবুর নামে একটা মামলাও করেছেন কিন্তু পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছিল না৷ ঠিক এই জন্যই সেদিন বৈকুলা বাজারে ভবানীশংকর বাবুর সাথে দেখা হতেই দুলাল বাবু তাঁকে তুলেএনে থানায় সোপর্দ করেছিলেন৷ দুই লক্ষ টাকা হাওলাৎ এর বিষয়ে ভবানীশংকর বাবুকে জিজ্ঞাসা করহলে তিনি জানান, টাকা দুই লক্ষ তিনি নিয়েছেন ঠিকই তবে সেটা হাওলাৎ নয়, সেটা তাঁর জমি কেনা-বেচার ব্যাবসায় খাটানোর জন্য, ওই টাকা দিয়ে জমিও কিনেছেন তিনি বিক্রী হলে টাকা দিয়ে দেবেন৷ নগত একান্নো হাজার টাকা ও এক ভরি ওজনের সোনার চেইন ছিনতায়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে কিছুক্ষন নিরব থাকার পর অন্য প্রসঙ্গে চলে যান এবং বলেন মাথা নিচু করে দুলাল বর তাঁর কাছে আসলে সমাধানের পথ এখনো খোলা আছে৷

        টাকা ও সোনার চেইন ছিনতায় সহ খুনের চেষ্টার অভিযোগে মামলার ব্যাপারে দুলাল বাবু, সদ্য-সমাপ্ত নির্বাচনে পরাজিত তৃণমুলেরর কয়েকজন নেতাদেরকেই দায়ী করে বলেছেন বিগত নির্বাচনে তারা টিএমসির মনোনীত প্রার্থী হয়ে গো-হারা হেরে তাঁদের পায়ের তলার মাটি আলগা হয়ে গেছে, তাই জনগন সব তাঁর দিকে ঝুঁকে পড়ছে, তাই তাঁর উজ্জল ভাবমুর্তি কে ক্ষুন্ন করার জন্যই এই চক্রান্ত বলে উল্লেখ করেছেন মিঃ বর৷