প্রাক্তন বিধায়ক দুলাল বর গুলিবিদ্ধ

24/09/2015 22:56

হট নিউজ, বাগদা:  বাগদার গুলিকান্ডে আক্রান্ত প্রাক্তন বিধায়ক দুলাল বর কলকাতার অ্যাপেলো হাসপাতাল থেকে ফেরার পথে প্রাক্তন বিধায়ক দুলাল বর হেলেঞ্চা পৌছালে বি.আর.আহ্মেদকর শতবার্ষিকী মহা বিদ্যালয়ের টি.এম.সি.পির ছাত্র সংসদের পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো৷ ব্লকের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার মানুষ দলমত নির্বিশেষে বাঁধ ভাঙ্গা জোয়ারের মত হেলেঞ্চা হাইস্কুল ফুটবল মাঠে হাজির হয়েছিল  মৃত্যুর মুখথেকে ফিরে আসা জনপ্রিয় প্রাক্তন বিধায়ক কে এক নজর দেখতে৷ কপালের ওই ক্ষতটায় আজ দুলাল বরের সাপে বরই হলো৷ তৃণমুল কংগ্রেসের সকল কার্য্যক্রম থেকে দীর্ঘ দিন দূরে থাকার কারনে ক’দিন আগেও প্রাক্তন বিধায়ক দুলাল বরের নামটা ভূলতে বসেছিল এলাকার মানুষ৷ বর্তমান বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের সাথে প্রাক্তন বিধায়ক দুলাল বরের রাজনৈতিক দূরত্ব ক্রমান্বয়ে বেড়েই চলছিল অপ্রত্যাশিত ভাবে৷ এলাকাবাসীর ধারনা সম্প্রতি সমাপ্ত গাদপুকুরিয়া মাদ্র্রাসা নির্বাচনে দুলাল গ্রুপের কাছে মন্ত্রী গ্রুপের পরাজয়ে অসন্তোষের অগ্নিতে ঘৃত পড়েছিল৷ দু’গ্রুপের লিপ্লেট পাল্টা লিপ্লেট, ও গাদপুকুরিয়ায় বার বার সভার আহ্বান জানান দিচ্ছিল এক অশুভ সংকেতের৷ তারপরই বিধায়ক দুলাল বরের কপাল ঘেষে বেরিয়ে গেলো আতোতায়ীর গুলি৷ যদিও দুলাল বরের কপালের এই ক্ষতটাকে এখনো গুলির ক্ষত হিসাবে মানতে পারছেন না মন্ত্রী গোষ্টি৷ কারন হিসাবে তাঁদের বক্তব্য, ডাক্তারী রিপোর্টে কোথাও বলা হয়েছে, ‘সার্প কাট ইঞ্জুরী’ আবার কোথাও বলা হয়েছে, অনুমেয় রোগের নাম ‘গান শ্যুট ইঞ্জুরী’৷ ডাক্তারী রিপোর্ট যাই বলা হোক না কেন, দল ক্ষমতায় থাকার কারনে গোটা বিষয়টি যে প্রভাব খাটিয়ে করা হচ্ছে এই বার্তা পৌছে গেছে এখন সাধারন মানুষের ঘরে ঘরে৷ এই গুলিকান্ডে প্রধান অভিযুক্ত বাগদা ব্লক যুব তৃণমুল কংগ্রেসের সভাপতি হিবজুর রহমান মন্ডল কে নির্দোষ আখ্যায়িত করে পুলিশি হয়রানির প্রতিবাদে সংখ্যালঘুরা মিছিল সহকারে এসে থানা ঘেরাও করে এবং বাগদা থানার ওসিকে ডেপুটেশ দেয়৷ দুলাল বরের প্রতি এহেন আক্রমনের প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে বি.আর.আহ্মেদকর শতবার্ষিকী মহা বিদ্যালয়ের টি.এম.সি.পির ছাত্র সংসদের একাংশ, নিন্দা জানিয়েছেন শিক্ষক সংগঠনের নেত্রবৃন্দ, মাইক প্রচারের মাধ্যমে অনিদ্রিষ্ট কালের জন্য হরতালের ডাক দিয়ে প্রতিবাদ জানিয়েছিল বাগদা বাজারের ব্যাবসায়ীরা৷ এই গুলিকান্ডে মন্ত্রী ঘনিষ্ট হিবজুরের নাম উঠে আসায় মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের অবদান আই.টি.আই কলেজ, কম্পিউটারে ইংরাজী শিক্ষার কোর্স, নলেজ সেন্টার, বাচ্চাদের জন্য অত্যাধুনিক ইংলিশ মিডিয়াম স্কুল, প্রবীন নাগরিকদের জন্য ভাষা শিক্ষা কেন্দ্র, কৃষি-শ্রমিক কল্যান কেন্দ্র, ভ্রাম্যমান চিকিৎসা পরিসেবা, পাকা রাস্তা, ব্রীজ, কালভার্ট, সকল গ্রামে বিদ্যুতায়ন, আদিবাসী অধ্যাষিত গ্রাম গুলিতে সৌর বিদ্যুতের সুবিধা প্রদান, চাষীদের সুবিধার্থে কৃষান মান্ডী স্থাপন, চাষে বিপ্লব আনার জন্য চাষীদেরকে বৈদ্যুতিক মটর প্রদান, কৃষি উপকরনাদি প্রদান, সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের পড়াশুনার সুবিধার্থে বাই-সাইকেল প্রদান, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, কাষ্ট সার্টিফিকেট প্রাপ্তিতে সহজী করন ইত্যাদি করার জন্য যারা তাঁকে বাগদার রূপকার বলতো, সৎ প্রাক্তন সিবিআই হিসাবে সন্মান করতো,  আজ তাঁদের একটা বড় অংশ মুখ ফিরিয়ে নিচ্ছে বাগদার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের দিক থেকে মন্ত্রী বিরোধী মিছিলে স্লোগান দিচ্ছে ‘উপেন হাটাও বাগদা বাচাও’৷ বাগদা ব্লক যুব তৃণমুল কংগ্রেসের সভাপতি হিবজুর রহমান মন্ডলের সমর্থনে থানা ঘেরাও করে এবং বাগদা থানার ওসিকে ডেপুটেশ দেবার সময় বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন, সংখ্যালঘু সেলের নেতা আঃ হাকিম, মাধুরী সরকার, তুহিন মন্ডল প্রমূখ৷ অপর দিকে প্রাক্তন বিধায়ক দুলাল বর কলকাতার অ্যাপেলো হাসপাতাল থেকে ফেরার পথে হেলেঞ্চা হাইস্কুল মাঠে টি.এম.সি.পি আয়োজিত সম্বর্ধণা সভায় বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন, তরুন ঘোষ, দিলীপ ঘোষ, কার্ত্তিক বাইন, প্রতিমা রায়, মদন উকিল, গোবিন্দ অধিকারী, অসিত রায় প্রমূখ৷ এ ব্যাপারে দুলাল বর তার প্রতিক্রীয়া জানিয়ে বলেন, আমার মাথার ডান পাশ এখনো অবশ, চোখের নিচে এখনো কালসিটে পড়ে, তার পরও “বাগদার মাটি যদি আরো রক্ত চাই সেটা যেন আমার শরীর থেকে যায়, কিন্তু অন্য কোন মায়ের কোল যেন খালি না হয়”৷ বাচি বা মরি যা কপালে আছে হবে কিন্তু এই হিংসার রাজনীতি যারা বাগদায় আনলো জনগন যেন তাদের ক্ষমা না করে৷ গুলিকান্ডে তিনি এবারের মত বেঁচে যাওয়াতে আনারুল দফাদারের প্রতি কৃতজ্ঞতা জানান৷ আসন্ন বিধান সভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা জিজ্ঞাসা করা হলে বলেন, বর্তমানে বাগদার যা পরিস্থিতি এখনই কিছু বলার মত অবস্থা আসেনি৷ সঠিক সময়ে বাগদার জনগনই তা নিরুপন করবেন৷