প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব

03/04/2014 14:04

হট রিপোর্ট বাগদা ঃ-

        পারকৃষ্ণ চন্দ্র পুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৫০ বৎসর পুর্তি উপলক্ষ্যে গত ১লা এপ্রিল বেশ ধূমধামের সাথে পালিত হলো সুবর্ণ জয়ন্তী উৎসব ২০১৪৷ কোন প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব বাগদাতে এই প্রথম৷ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন শুধাংশু শেখর ঢালী ৷বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত রায়, জনার্দন ব্যাপারী, মৃন্ময় বিশ্বা্‌স, প্রমুখ ৷

       সকাল ১০টায় পদযাত্রা শেষে সাড়ে ১১টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শুধাংশু শেখর ঢালী ও জনার্দন ব্যাপারী৷ ১২টায় অতিথি বরন শেষ শুরু হয় আলোচনানুষ্ঠান, আবৃতি, নৃত্য, সঙ্গীত ও যন্ত্র সঙ্গীতের পরিবেশনা৷ বিকাল ৩টায় প্রতিষ্ঠা বর্ষের শিক্ষার্থী ও ভূমি দাতাদের সম্বার্ধনা দেওয়া হয় এবং স্কুলের পক্ষ থেকে একটি পত্রিকা “স্মরনিকা” প্রকাশিত হয়৷