প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট বাগদায়
হট রিপোর্ট (বাগদা) উঃ২৪পরগনাঃ-



উঃ ২৪পরগনা জেলার বাগদা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো এক দিনের আকর্ষনীয় চার দলীয় নক-আউট প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট৷ গত ৭ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত উক্ত ক্রিকেট টুর্ণামেন্টে অংশ গ্রহনকারী চারটি দলের মধ্যে ছিল বাগদা বিডিও অফিস, বাগদা গ্রামীন হাসপাতাল, বাগদা হাইস্কুল, ও বাগদা বিদ্যুৎ অফিসের ক্রিকেট দল৷ বেলা ১১টার দিকে বাগদা হাইস্কুল মাঠে টুর্ণামেন্টের প্রথম ম্যাচের শুভ-সূচনা হয় বাগদা হাইস্কুল ক্রিকেট দল ও বাগদা বিদ্যুৎ অফিসের ক্রিকেট দলের মধ্যে৷ সেমিফাইনালে ওঠে বাগদা বিদ্যুৎ অফিসের ক্রিকেট দল৷ দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় বাগদা বিডিও অফিস ক্রিকেট দল ও বাগদা গ্রামীন হাসপাতাল ক্রিকেট দলের মধ্যে৷ সেমিফাইনালে ওঠে বাগদা বিডিও অফিস ক্রিকেট দল৷ টানটান উত্তেজনার মধ্যদিয়ে সেমিফাইনালে ওঠা বাগদা বিডিও অফিস ক্রিকেট দল ও বাগদা বিদ্যুৎ অফিসের ক্রিকেট দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বিকাল ৪টায়৷ উক্ত খেলায় বিজয়ের শিরোপাঅর্জন করে বাগদা বিডিও অফিস ক্রিকেট দল৷ সেমিফাইনালের দু’টি খেলায় ম্যান অফদ্যা ম্যাচ নির্বাচিত হন বিডিও অফিস দলের বিধান মন্ডল ও বিদ্যুৎ অফিস দলের প্রদ্যুৎ বাগচি৷ ফাইনাল খেলায় ম্যান অফদ্যা ম্যাচ এবং ম্যান অফদ্যা সিরিজ নির্বাচিত হন বাগদা বিডিও অফিস ক্রিকেট দলের অল-রাইন্ডার বিধান মন্ডল৷
উল্লেখ্য, উক্ত ক্রিকেট টুর্ণামেন্টে বিশিষ্ঠজনেদের মধ্যে উপস্থিত ছিলেন বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতি মালবিকা খাটুয়া, বিশিষ্ট ও স্ব-নামধন্য চিকিৎক ডাঃ ইন্দ্রজিৎ মন্ডল, উপ-প্রধান অমুল্য হালদার প্রমুখ ৷ বয়স্ক ও অ-পশাদার এসকল ক্রিকেট খেলোয়ারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য খেলা শেষ না হওয়া অবধি তিন তিনটা এ্যাম্বুলেন্সকে খেলার মাঠের পাশে অপেক্ষা করতে দেখা গেছে যা ইতিপুর্বে বাগদার কোন খেলাতেই পরিলক্ষিত হয়নি৷
