প্রেম ও বিয়েতে বাধা হল বে-রসিক পুলিশ

12/03/2014 14:08

হট রিপোর্ট বাগদা ঃ-

            পরিপুর্ন প্রেমের শেষ টুকু আর শেষ হতে দিলনা বে-রসিক পুলিশ৷ শুধুমাত্র ভালবাসার মানুষকে আপন করেপেতে অনেক সংগ্রাম করে বাবাকে রাজি করানো, বাবার অসচ্ছলতার সংসারে অ-সময়ে একটা বিয়ের খরচ যোগাড়ের পর্বও শেষ, বাড়িতে আত্নীয় থৈথৈ করছে, মাছ মাংস দৈ মিষ্টি সবই এসে গেছে, রান্নাও শেষের পথে ঠিক এমনি একটা মুহুর্তে গ্রাম থেকে খবর যায় বিডিও তারপরে পুলিশে, সাড়ে বার বছরের পপি শুধু নাবালিকা বলে বাগদা বিডিও অফিসের কতিপয় আধিকারিক বাগদা থানার পুলিশ বাঁধ সাধলো পপি রাহুলের বিয়েতে৷ পরে বাগদার বিডিও মালবিকা খাটুয়া প্রেমিকা সাড়ে বার বছরের পপির বাবা আলাউদ্দীন দফাদার ও প্রেমিক উনিশ বছরের রাহুলের বাবা আতিয়ার মন্ডলকে বিভিন্ন ভাবে বুঝিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করতে সক্ষম হন৷

            ঘটনার বিবরনে প্রকাশ, প্রেমিক রাহুল গৃহ শিক্ষক ও প্রেমিকা পপি ছাত্রী বাগদা থানার পাটকেলগাছা গ্রামের বাসিন্দা, লেখাপড়ার এক পর্য্যায়ে তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া শুরু হয় এবং গত ৭ই মার্চ্চ শুক্রবার দুপুরে বিয়ের মাধ্যমে তাদের প্রেমের পরিপুর্নতা পাবার কথা ছিল৷  

            অপর দিকে গত ৮ই মার্চ্চ বাগদা বিডিও অফিসের আধিকারি শংকরদেব হালদারের নাবালিকা কন্যা সুধা(১৫)কে কুৎসিত অঙ্গভঙ্গী আপত্তিকর ব্যাবহার করার দায়ে বাগদা থানার শলুয়ার দাড়ী গ্রামের বিক্রম বিশ্বাস(১৯)কে গনধোলায় দিল বাগদা বিডিও অফিসের কতিপয় আধিকারিক ও হাটুরেরা৷ পরে গনধোলায়ের হাতথেকে জীবন বাঁচাতে আহত বিক্রম হাটের মধ্য থেকে কোন রকমে পালিয়েও আত্নরক্ষা করতে পারিনি, ধরা পড়েছে পুলিশের হাতে৷