ফুটবল মাঠ সংস্কারের দাবীতে ডেপুটেশন
হট রিপোর্ট বাগদা উঃ২৪পরগণা ঃ-
খেলার মাঠ সংস্কারে সীমাহীন গাফিলতির অভিযোগে গত ২৪শে জুলাই হেলেঞ্চার গ্রামবাসীরা ডেপুটেশন দিল বাগদা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে৷ অভিযোগ কারীরা জানিয়েছেন, উঃ২৪পরগনা জেলার হেলেঞ্চা হাইস্কুল ফুটবল মাঠটি যে শুধু হাইস্কুলের ছাত্র ছাত্রীরা ব্যাবহার করে তাই নয়৷ মাঠটি ভোরে শরীর চর্চার জন্য অত্র এলাকার ছোট থেকে বয়স্ক সবাই ব্যাবহার করে থাকে৷ এ ছাড়াও এলাকার বেকার ছেলেরা সেনাবাহিনীতে যোগদানের প্রস্তুতির প্রশিক্ষনও এই মাঠেই নিয়ে থাকে বলে জানা গেছে৷ অভিযোগ, মাঠ সংস্কারের নামে কিছু মাটি ফেলে ঢিবি করে রেখেছে স্কুল কত্তৃপক্ষ, বারবার হেড মাষ্টার মহাশয় কে জানিয়ে সুরাহা না হওয়ায় শিলাদিত্য বাগচীর নেতৃত্বে রাজু পান্ডে, সর্বেন্দু সরকার মনোজ বিশ্বাস সহ বেশ কয়েকজন এলাকাবাসী বিডিও মালবিকা খাটুয়ার দপ্তরে অভিযোগ করেন৷ হেলেঞ্চার গ্রামবাসী বাগদা ব্লক তৃণমুল কংগ্রেসের সহঃসভাপতি বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইনও ঘটনার সত্যতা স্বীকার করে গভীর উদ্বেগ প্রকাশ করেন৷
