বজ্জ্রঘাতে মৃত্যু নেতাজি পল্লীতে


হট রিপোর্ট(বাগদা)ঃ-
শ্বশুরবাড়ি বেড়াতে এসে আর ঘরে ফেরা হলোনা রাখাল বিশ্বাস(২৮)এর৷ শ্বশুর বাড়িতে এই আসাই তার শেষ আসা হলো৷ জানা গেছে ট্যাংরাকলোনী বোয়ালদা গ্রামে রাখাল বিশ্বাসের বাড়ি, সে গত ২২শে মার্চ্চ বাগদার নেতাজী পল্লী গ্রামে তার শ্বশুর সুভাষ পাত্রের বাড়ি বেড়াতে এসেছিল৷ ওই দিন সন্ধ্যায় বজ্জ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হলো তার৷ রাখাল বিশ্বাসের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ রাখালকে বাগদা হাসপাতালে আনা হলে তাকে শেষ বারের মত একনজর দেখার জন্য তার আত্নীয়-স্বজন ও এলাকাবাসী হাসপাতাল চত্তরে ভীড় জমাতে থাকে এবং আত্নীয়-স্বজনদের আর্ত-ক্রন্দনে এলাকার পরিবেশ ভারাক্রান্ত হয়ে উঠে৷
একই দিনে বাগদা পুরাতন হাসপাতাল পাড়ায় একটা নারকেল গাছে বাজ পড়ে৷ এতে কোন মানুষ বা জীব-জন্তুর ক্ষয়ক্ষতি না হলেও এলাকার বেশকিছু টিভি, ফ্যান, পিএল বাল্ব পুড়ে গেছে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে এবং ওই দিনের শিলাবৃষ্টিতে এলাকার চাষীদের ধান, ডাল, সবজি ও আমের অপুরনীয় ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে৷
