বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তান্ডবে পুড়লো ভারতীয় ঘর৷

23/01/2014 00:58

উত্তম সাহা বাগদা ঃ-

              বাগদা থানার দৌলতপুরের ইন্ডিয়া পাড়ায় একদল বাংলাদেশী কত্তৃক ভারতীয়দের মারধর ও বসতঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটলো৷ বিএসএফের কমান্ডিং অফিসার বিশাল সিং, মামাভাগিনা ক্যাম্প কমান্ডার বিবেকানন্দ দত্ত ও দৌলতপুরের গ্রামবাসীরা জানিয়েছে গত ২২শে জানুয়ারী রাত ১০টা ৩০মিনিটের দিকে এক দেড় শত জের একটি দল রামদাঁ, ফালা, ভোজালী, লাঠি ও লোহার রড নিয়ে বাংলাদেশের আন্দুলিয়া গ্রামের একজন কুখ্যাত সন্ত্রাসী একাধিক ফৌজদারী মামলার ফেরারী আসামী সামছুল হক(৩৮)কে ধরার জন্য ভারতীয় গ্রাম দৌলতপুর ইন্ডিয়া পাড়ায় ঢুকে নূরহোসেন মণ্ডলের বাড়িতে এসে সামছুল কে হাতেনাতে ধরে ফেলে৷ ওই সময় অনুপ্রবেশ কারীরা কয়েক জন ভারতীয় গ্রামবাসীকে বেধড়ক মারপিট করে এবং সন্ত্রাসী সামছুল কে ধারালো অস্ত্র দিয়ে কোঁপাতে কোঁপাতে বাংলাদেশে তুলে নিয়ে যায়৷ অনুপ্রবেশ কারীরা চলে যাবার সময় দৌলতপুর ইন্ডিয়া পাড়ার নূরহোসেন মণ্ডলের বাড়িতে আগুন লাগিয়ে দিলে বাড়িটি সম্পুর্নরুপে ভষ্মিভুত হয়ে যায়৷ গ্রাম বাসীদের চিৎকারে কয়েক মিনিটের মধ্যে বিএসএফের কমান্ডিং অফিসার বিশাল সিং, মামাভাগিনা ক্যাম্প কমান্ডার বিবেকানন্দ দত্ত ফোর্স সহ ঘটনা স্থলে পৌছে যান এবং কয়েকটা বোমা ফাটান ফলে বাংলাদেশী অনুপ্রবেশ কারীরা পালিয়ে বাংলাদেশের সীমানায় ঢুকে যায়৷ পরে গ্রামবাসী ও বিএসএফের সহায়তায়   আগুন নিয়ন্ত্রনে আসে৷ গ্রামবাসীরা জানান, যথাসময়ে বিএসএফ ঘটনাস্থলে না আসলে আরো অনেক ঘরবাড়ী পুড়ে জানমালের অপুরনীয় ক্ষতি হত৷ ঘটনাস্থল থেকে বাংলাদেশ বিজিবি ক্যাম্পের দুরত্ব বিএসএফ ক্যাম্প থেকে অনেকটা নিকটে হলেও বাংলাদেশ বর্ডার গার্ডের জোয়ানরা অনেক দেরিতে ঘটনাস্থলে পৌছে বলে গ্রামবাসীরা জানান৷

            মামাভাগিনা ক্যাম্প কমান্ডার বিবেকানন্দ দত্ত জানান, এঘটনার যাতে আর দ্বিতীয় বার পুনরাবৃতি না হয় এজন্য বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের মধ্যে পতাকা বৈঠক হয়েছে৷