বাই সাইকেলে সচেতন যাত্রা পল্লী উন্নয়ন তরুন সংঘের৷


হট রিপোর্ট, বাগদা: বাগদা পল্লী উন্নয়ন তরুন সংঘ গত ১৬ই ডিসেম্বর সকালে ‘স্বচ্ছ ভারত’ নির্মানের বার্তা দিতে ৬ দিনের যে বাই সাইকেলে সুন্দরবন সচেতনতা যাত্রার আয়োজন করেছিল ২১ শে ডিসেম্বর সন্ধ্যায় তাঁদের সফল ভাবে ফিরে আসার পর ক্লাবের পক্ষ থেকে ৮১ জন সাইকেল আরোহী কে সম্বর্ধিত করা হয়৷ বিজয়ের আনন্দকে স্মৃতিময় করে তুলতে বাগদা প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠানেরও আয়োজন করে ক্লাব কত্তৃপক্ষ৷ বাগদা পল্লী উন্নয়ন তরুন সংঘ সহ বাগদার কতিপয় বিশিষ্ঠ জনের ঐকান্তিক প্রচেষ্টায় জাতির জনক মহাত্মা গান্ধীর স্বপ্ন ‘স্বচ্ছ ভারত’ নির্মানের বার্তা দিকে দিকে ছড়িয়ে দিয়ে সুন্দরবন জয় করে সুদীর্ঘ ৩৩০ কিঃ মিঃ পথ বাই সাইকেলে অতিক্রম করে বিজয়ীর বেশে ঘরে ফিরলো বাগদা পল্লী উন্নয়ন তরুন সংঘের ৮১ জন সাইকেল আরোহী৷ বাগদা থেকে সুন্দরবন অবধি বাই সাইকেলে এই সচেতনতা যাত্রার অভিজ্ঞতা ব্যাক্ত করতে গিয়ে বাগদার কাষ্টম অফিসার নিলয় প্রসাদ মল্লিক বলেন, সুন্দরবন যাবার পথে আংরাইল, পাঁচ পোতা, বেড়ী গোপালপুর, তেতুলিয়া হঠাৎ গঞ্জ বাজার, বসিরহাট ব্রীজ, হাসনাবাদের বিডিও অফিস চত্তর, যোগেশগঞ্জ, শামসের নগর এবং আসার পথে খোলাপোতা, মছলন্দপুর, গাইঘাটা বাজার ও থানা এবং বনগাঁ থানার নোংরা সকল সাইকেল আরোহীরা দ্রুততার সাথে পরিস্কার করেছেন৷ কিন্তু হাসনাবাদের বিডিও শ্যামলাল হালদারের আতিথেয়তা তাঁদেরকে সবচেয়ে বেশী উৎসাহিত করেছে৷ তিনি স্বীকার করেন, সচেতনতায় বাগদার স্থান অনেক উপরে৷ সচেতনতা যাত্রার অভিজ্ঞতা বর্ণনাকারী সদস্যদের মধ্যে সৌনক মজুমদার(৫), নীরজ মল্লিক(৯), অঙ্কন উকিল(৯)ও বর্ধমান নিঃশঙ্কু মহা-শ্মশ্বানের নিরামিষ ভোজী সর্ব্ব ত্যাগী সন্ন্যাসী দীপক ভদ্র(৬২)উল্লেযোগ্য৷
সম্পুর্ন অরাজনৈতিক উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ভক্তপ্রান উৎসব কমিটির সভাপতি নিত্য পাল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুড়ুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুতোষ দত্ত, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক জয়দেব সাহা, রণজিৎ সাহা, নিলয় প্রসাদ মল্লিক প্রমুখ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাগদা হাইস্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক ও বাগদা পল্লী উন্নয়ন তরুন সংঘের প্রাক্তন সভাপতি অসিত দত্ত মহাশয়৷ সমগ্র অনুষ্ঠানটি বাস্তবায়নের রূপকার ছিলেন মদন বিশ্বাস, মদন উকিল ও বাগদা কাষ্টমসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিলয় প্রসাদ মল্লিক৷
