বাকসা উচ্চ বিদ্যালয়ে বর্ষ ব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন

02/01/2014 06:37

উত্তম সাহা বাগদা ঃ-

            উঃ২৪পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত বাকসা উচ্চ বিদ্যালয়ে মহা ধুমধামের সাথে গত ২রা জানুয়ারী অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের ৫০ বছর পুর্তী উপলক্ষ্যে বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তীর সূচনা অনুষ্ঠান৷ উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী মানবিকা খাটুয়া৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেলেঞ্চার ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী বাসুদেব মণ্ডল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাগদা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক চৈতন্য পদ বিশ্বাস, বাগদা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অমল কৃষ্ণ সাহা, সন্তোষ কুমার বিশ্বাস, সৌমিত্র বাগচি, মাখন মিরবর, নীলরতন মৃধা প্রমুখ৷ বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন শেষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক মন্ডলী, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ ও অবিভাবক বৃন্দের সমন্বয়ে তাসা ব্যান্ড পার্টী সহকারে সহস্রাধিক লোকের এক বিশাল ব্যালী উক্ত এলাকার প্রধান প্রধান রাস্তা গুলি প্রদক্ষিন করে৷