বাকসা গ্রামে চাষীর হালের বলদ চুরি

02/12/2014 15:26

হট রিপোর্ট, বাগদা : বাগদা ব্লকের বাকসা গ্রামে চাষীর হালের বলদ চুরির ঘটনায় উত্তেজনা ছড়ালো আশপাশের গ্রাম গুলিতেও৷ জানা গেছে, গত ১লা ডিসেম্বর রাতে বাকসা গ্রামের চাষী হরে কৃষ্ণ চক্রবর্তীর হালের বলদ দুটিই চুরি হয়৷ হরে কৃষ্ণ বাবু ভোর রাত্রে উঠে দেখতে পান তার চাষের একমাত্র সম্বল হালের বলদ দুটিই গোয়ালে নেই৷ তারপর থেকে গ্রামবাসীদের প্রচেষ্টায় শুরু হয় খোজাখুজি৷ সর্ব্বশেষ পোতা পাড়ার জঙ্গলে ঘেরা পুরনো এক পড়ো বাড়ী থেকে উদ্ধার করা হয় বলদ জোড়াটি৷ ওই ঘরের মধ্যে গো-খাদ্য, ১টা নাদা ও গরুর শুকনো মল দেখে গ্রামবাসীদের অনুমান চোরেরা তাদের চোরায় গরু এখানেই নিরাপদে রাখে৷ বাগদা থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে৷