বাগদাতে কংগ্রেস ছেড়ে তৃণমুলে দুই পঞ্চায়েত সদস্য সহ সহস্রাধিক

18/12/2013 08:25

 হট নিউজ বাগদা ঃ-

বাগদা ব্লকের কনিয়াড়া-১ গ্রাম পঞ্চায়েতের দু’জন জাতীয় কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহস্রাধিক কংগ্রেসের কর্মী সমর্থক সহ সারা ভারত তৃণমুল কংগ্রেসে যোগদান করেন৷ গত ১৮ই ডিসেম্বর সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েত কনিয়াড়া-১এর কংগ্রেসের ১৫নং ও ১৬নং সদস্য ছফুরা বিবি এবং রামেশ্বর বৈরাগী এ প্রতিনিধি কে বলেন মমতা ব্যানার্জির উন্নয়নের আদর্শে অনুপ্রানিত হয়ে তাঁর বিশাল কর্মকান্ডে সামিল হতে এবং এলাকায় দীর্ঘ দিনের অনুন্নয়ন ও বঞ্চিত মানুষের হয়ে কাজ করতে তাঁরা তৃণমুল কংগ্রেসের আঞ্চলিক দলনেতার কাছে লিখিত ভাবে তৃণমুল কংগ্রেসে যোগদানের আবেদন করেন৷ ওই দিন আঞ্চলিক তৃণমুল কংগ্রেস নেতা প্রনব দাস ওরফে বাপী, অরুপ পাল, সুশান্ত দাস, অনিমেষ বিশ্বাস ও চিত্ত রায়ের নেতৃত্ত্বে এবং বাগদা পঞ্চায়েত সমিতির সহঃসভাপতি বিকাশ রায় ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য বলিষ্ট তৃণমুল নেতা কার্ত্তিক বাইনের ঐকান্তিক সহযোগীতায় উক্ত দলবদল পর্ব্ব সার্থক হয়৷ গত ১৮ই ডিসেম্বর সকাল ১১টায় তৃণমুল কংগ্রেসের ব্যানার, ফেষ্টুনে সু-সজ্জিত বেশ কিছু চার চাকা গাড়ী ও মটর সাইকেল সহযোগে সহস্রাধিক কংগ্রেসের কর্মী সমর্থক মিছিল সহকারে এসে বাগদা ব্লক সমষ্টি উন্নযন আধিকারিক শ্রীমতী মানবিকা খাটুয়াকে উক্ত দলবদলের বিষয়টি অবহিত করেন৷

জানা গেছে কনিয়াড়া-১এর কংগ্রেসের ১৫নং ও ১৬নং সদস্য ছফুরা বিবি এবং রামেশ্বর বৈরাগী সহ, কংগ্রেসের প্রভাবশালী কর্মী মালেক মন্ডল, দেবাশীষ মল্লিক, আনোয়ার হোসেন মোল্লা, আঃসালাম মন্ডল, সুশান্ত মাঝি, মৃত্যুঞ্জয় মন্ডল, সীতানাথ মন্ডল, মফিজুল মন্ডল, খাইরুল মন্ডল, রাজ্জাক মন্ডল, প্রভাষ বিশ্বাস, বিধান রায়, আনন্দ রায় ও শম্ভু হালদার সহ সহস্রাধিক কংগ্রেসের কর্মী সমর্থক সেচ্ছায় সারা ভারত তৃণমুল কংগ্রেসে যোগদান করেন৷