বাগদাতে তৃণমুল কংগ্রেসের গোষ্টিদ্বন্দ আবারও প্রকাশ্যে


হট রিপোর্ট, বাগদা : বাগদাতে তৃণমুল কংগ্রেসের শাখা সংগঠনের নেতা কর্মী কত্তৃক বর্ষীয়ান তৃণমুল কংগ্রেস নেতা, বাগদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বাগদা পঞ্চায়েত সমিতির রানিং সদস্য তরুন ঘোষ কে শারীরিক নিগ্রহের খবরে গোষ্টিদ্বন্দ আবারও প্রকাশ্যে এল৷ গত ২০শে নভেম্বর দুপুরে বিডিও চত্তরে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ষড়যন্ত্রের অভিযোগে তৃণমুল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি বিপ্লব সরকার সহ বিশ্বজিৎ চক্রবর্তী, সুজিত বিশ্বাস ও হিজবুল মণ্ডল সহ বেশ কয়েক জন তৃণমুল কংগ্রেসের শাখা সংগঠনের নেতা কর্মী রীতিমত হকিষ্টিক নিয়ে তৃণমুল কংগ্রেস নেতা তরুন ঘোষকে শারীরিক হেনস্থা করতে আসে বলে বিডিও শ্রীমতি মালবিকা খাটুয়া এবং ওসি শ্রী গোপাল বিশ্বাস কে পৃথক পৃথক অভিযোগ করেন৷ হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে খুন করারও হুমকি দেয় বলে অভিযোগ পত্র থেকে জানা গেছে৷ হামলাকারীদের ব্যাবহৃত হকিষ্টিক গুলি যুব তৃনমুল কংগ্রেস সভাপতি তুলসী বিশ্বাসের WB 258018 নং গাড়ী থেকে বের করা হয়েছিল বলে জানানো হলেও তুলসী বাবু গাড়ীটি তার নয় বলে জানিয়েছেন৷ প্রতিক্রিয়া জানতে বিপ্লব সরকার এবং বিশ্বজিৎ চক্রবর্তীর সাথে ফোনে যোগাযোগ করা হলে বলেন, ঘটনাটি মিথ্যা, তবে আমরা ওই দিন বিডিও অফিসে গিয়েছিলাম ব্যাক্তিগত কাজে তখন আমাদের সাথে কোন গাড়ী ছিলনা আর হকিষ্টিক তো ছিলই না৷ বর্তমানে আতংকিত, ভীত-সন্ত্রস্ত তৃণমুল কংগ্রেস নেতা তরুন ঘোষ নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানা গেছে৷ বিডিও এবং ওসির কাছে অভিযোগ দায়ের করার পর অদ্যাবধি কোন পদক্ষেপ না নেওয়ায় দলের পক্ষথেকে চাঁপা ক্ষোভ প্রকাশ করা হয়৷ সমগ্র কর্মকান্ড তরুন বাবুর সঙ্গে ছিলেন, ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি দিলিপ ঘোষ, সম্পাদক মৃত্যুঞ্জয় হালদার, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইন, পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা রায়, প্রাক্তন বিধায়ক দুলাল বর সহ তৃণমুল কংগ্রেসের একাধিক নেত্রবৃন্দ৷ নেত্রবৃন্দ উক্ত ঘটনাকে ন্যাক্কার জনক আখ্যায়িত করে পুনরায় বিডিও এবং থানাতে ডেপুটেশান দেওয়ার জন্য লিখিত ভাবে অনুমতি চেয়েছেন বলে জানা গেছে৷ ঘটনাটি তদন্ত পূর্ব্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য বিডিও এবং ওসিকে বিশেষ ভাবে অনুরোধ জানান৷
অপর দিকে আজ বৃহঃবার বিকেল ৩টায় হেলেঞ্চা ত্রিকোন পার্ক এলাকায় যুব তৃনমুল কংগ্রেসের বাগদা ব্লক সভাপতি তুলসী বিশ্বাস, মহিলা তৃনমুল কংগ্রেসের বাগদা ব্লক সভানেত্রী হিমা মন্ডল, বাগদা ব্লক তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি বিপ্লব সরকার, বাগদা ব্লক তৃনমুল কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, বাগদা বিধান সভা কেন্দ্র ভিত্তিক তৃনমুল সেবাদলের সভাপতি চন্দন সরকার, বাগদা ব্লক তৃনমুল কংগ্রেসের শিক্ষা বিভাগের সভাপতি অঘোর হালদার, বাগদা ব্লক তৃনমুল কংগ্রেসের অনগ্রসর শ্রেনী বিভাগের সভাপতি বিমল ভদ্র ও বাগদা ব্লক তৃনমুল কিষান কংগ্রেসের সভাপতি অমুল্য হালদার যৌথ ভাবে অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের উন্নয়ন মূলক কর্মকান্ডে ঈর্ষান্বিত, মিথ্যা অভিযোগ, কুৎসা ও নানাবিধ অপপ্রাচারকারী কিছু বিপথগামী রাজনীতি ব্যাবসায়ীদের বিরুদ্ধে এক মহা মিছিলের আয়োজন করেন৷ মিছিলটি হেলেঞ্চার প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিন করে৷
