বাগদাতে তৃনমুল কংগ্রেসের গোষ্টিদ্বন্দ আবারও মাথাচাড়া দিল
.jpg)
.jpg)

হট নিউজ,বাগদা - দলীয় আঞ্চলিক নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করতে উস্কানী ও সার্বিক সহায়তা প্রদান করাকে কেন্দ্র করে পুনঃরায় বাগদাতে তৃনমুল কংগ্রেস দলের অভ্যন্তরে গোষ্টিদ্বন্দ আবারও মাথাচাড়া দিল ৷ জানাগেছে, সম্প্রতি বাগদা কৃষান মান্ডির নৈশ প্রহরী সুমল ঘোষ(৩৩)গত ১৬ই জুলাই রাত ১০টা ১০মিনিটের সময় কৃষান মান্ডির ভিতরে খাবার খাওয়া ও ইলেক্ট্রিকক লাইট জ্বালানো কে কেন্দ্র করে বাগদা অঞ্চল তৃনমুল কংগ্রেস সভাপতি শিক্ষক সঞ্জিত সর্দার, বাগদা অঞ্চল তৃনমুল যুব কংগ্রেস সভাপতি শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস সহ মোট চার জনের বিরুদ্ধে আই.পি.সি ৩৪১/৪৪৭/৩৩২/৩৫৩/১৮৬/৩৪ ধারায় বাগদা থানায় গত ১৭ ই জুলাই একটা মামলা দায়ের করেন যার নং ৫৩২/১৭ ৷ কিন্তু গত ১৯ শে জুলাই উক্ত মামলার বাদী সুমল ঘোষ বনগাঁ নোটারী পাবলিক আদালতে একাধিক সাক্ষীর মোকবেলায় বাগদা থানার ওসি বরাবর এক জবান বন্দিতে উল্লেখ করেন, তিনি কতিপয় স্থানীয় রাজনৈতিক লোকের প্ররোচনায় পড়ে ওই মামলা করেছেন৷ বর্তমানে তিনি এই মোকর্দ্দমা আর চালাবেন না এবং নতুন করে এই মোকর্দ্দমার বাদী সুমল ঘোষ আর কোন সাক্ষী প্রদান করবেন না ৷ বর্তমানে বাদী এবং বিবাদীগনের মধ্যে আপোষ হওয়ার কারনে উক্ত মামলা থেকে আসামী গনকে অব্যাহতি দেবার জন্য বাগদা থানার ওসি বরাবর সবিনয় অনুরোধ জানান সুমল ঘোষ ৷ বাগদা অঞ্চল তৃনমুল কংগ্রেসের সভাপতি সঞ্জিত সর্দার তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি শুধু তৃনমুল কংগ্রেসের আঞ্চলিক নেতাই নন একটা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও বটে৷ দলীয় স্বতীর্থ কত্তৃক সম্পুর্ন অন্যায় ভাবে কতিপয় নেতার ব্যাক্তি স্বার্থ চরিতার্থের এই হীন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি ৷
