বাগদাতে নীল পূজা ও চড়ক পূজা

14/04/2014 13:58

হট রিপোর্ট বাগদা ঃ-     

       ধর্মীয় উৎসাহ ও বিপুল উদ্দীপনার মধ্যদিয়ে বাগদা ব্লকের সর্ব্বত্রই পালিত হলো নীলপূজা, বাসন্তী পূজা ও চৈত্র মেলা উৎসব৷ বাসন্তী পূজা উপলক্ষ্যে বাগদার ঐতিহ্যবাহী ক্লাব মিলন সংঘ বাসন্তী পুজা উপলক্ষ্যে একাধধিক সমাজ কল্যান মূলক কর্মসূচী গ্রহন করে৷ কর্মসুচী গুলির মধ্যে ছিল ৭দিন ব্যাপী বিচিত্রা অনুষ্ঠান এবং মেলাসহ সেচ্ছা-রক্তদান শিবির, বিনা খরচে আলট্রাসনোগ্রাফী, ই.সি.জি, সুগার পরীক্ষা ও মেডিকেল ক্যাম্পের এক বিশেষ ব্যবস্থা৷ এবারে নীলপূজাতে বাগদার বিডিও শিব মন্দিরে রেকর্ড সংখ্যক উপোসী মা-বোনের ধৈর্য্যসহকারে দীর্ঘ লাইনে দাড়িয়ে দেবাদিদেব মহাদেবের মাথায় দুধ গঙ্গাজল ঢেলে পুর্ণার্জন করেন৷ শিব মন্দিরের সন্যাসীরা শ্মাশান থেকে মরার মাথা তুলে এনে মরার মাথার উপর বসে মূল সন্ন্যাসী দেবাদিদেব মহাদেবের জন্য ‘চরূ’ (এক ধরনের পায়েস) প্রস্তুত করেন এবং পরের দিন ৩১শে চৈত্র বাগদার বিডিও শিব মন্দির প্রাঙ্গনে পিঠের চামড়ায় বড়সি ফুটিয়ে চড়ক গাছে ঘোরানো হয়৷ এ উপলক্ষ্যে শিব মন্দির প্রাঙ্গনে মেলা বসে এবং প্রচুর দর্শক সমাগম হয়৷ গত ১লা বৈশাখ ঝিকড়া গ্রামে আয়োজিত চড়ক পাঁক অনুষ্ঠানে বীর নগর থেকে আগত বিশ্বনাথ গীরির অসংখ্য জীবন বাজী রাখা ক্রীড়া সমগ্র চড়ক পাঁক অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করে৷