সাক্ষর ভারত অভিযান বাগদায়

হট নিউজ(বাগদা)ঃ-
উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সভাকক্ষে পশ্চিমবঙ্গ সরকারের স্বর্ণজয়ন্তী গ্রাম স্ব-রোজগার যোজনা দলের অন্তভুক্ত নিরক্ষর মহিলা সদস্যদের সাক্ষর করতে ‘সাক্ষর ভারত’ অভিযানের গত ২৪শে সেপ্টেম্বর শুভ উদ্বোধন করলেন বাগদা ব্লকের পঞ্চায়েত উন্নয়ন কর্মকর্তা(পিডিও)সাহেব৷ বাগদা ব্লকের ৯টা অঞ্চলের মধ্যে গত ২৪শে সেপ্টেম্বর বাগদা এবং কনিয়াড়া-২ অঞ্চলের ৯০জন, ২৫শে সেপ্টেম্বর হেলেঞ্চা এবং মালিপোতা অঞ্চলের ৯৭জন, ২৬শে সেপ্টেম্বর বয়রা এবং কনিয়াড়া-১ অঞ্চলের ৯২জন, ২৭শে সেপ্টেম্বর সিন্দ্রানী, আষাঢ়ু ও রণঘাট অঞ্চলের ৮৭জন স্বর্ণজয়ন্তী গ্রাম স্ব-রোজগার যোজনা দলের অন্তভুক্ত শিক্ষিত মহিলা দলনেত্রীদেরকে তাদের স্ব স্ব দলের নিরক্ষর মহিলা সদস্যদের সাক্ষর দানের পুর্ন জ্ঞানদানের জন্য বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়৷
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত তাপস দেবনাথ, কার্ত্তিক চক্রবর্তী, নেপাল পাল, আনোয়ার হোসেন, মহাদেব মন্ডল সহ ৩৫জন প্রশিক্ষক৷
