বাগদাতে বিধায়ক অফিসের উদ্বোধন



-4.jpg)
-5.jpg)
হট নিউজ(বাগদা)ঃ-
বাগদা বাসীর দীর্ঘদিনের দাবী বাগদাতে একটা বিধায়কের অফিস স্থাপন করা হোক৷ এলাকার বিধায়কের সাথে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগের এতদিন তেমন কোন ব্যাবস্থ্যা ছিলনা৷ বিধায়কের সনদ পত্র থেকে শুরু করে এলাকার কোন সমস্যা মূলক ব্যাপারে এতদিন কোন না কোন নেতার সঙ্গেই যোগাযোগ করতে হতো কারন বাগদার বিধায়ক ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাস পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হবার সুবাদে পশ্চিমবঙ্গের সর্ব্বত্রয় সময় দিতে হয়৷ সাধারণ জনগনের অসুবিধের বিষয়টি উপলব্ধি করে মাননীয় মন্ত্রীর নির্দেশেই একটু দেরিতে হলেও গত ১লা জুন মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের আত্ম সহায়ক তন্ময় চক্রবর্তীর নির্দেশনায় বাগদা পুরাতন বাজারে আনুষ্ঠানিক ভাবে সঙ্গীতশিল্পী তৃণমুল কংগ্রেস নেতা রমেন শিকদারের কন্ঠে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেষন কালে ফিতে কেটে ‘‘বিধায়ক অফিসটির’’ শুভ উদ্বোধন করেন তৃণমুল কংগ্রেসের জেলা পরিষদের সদস্যা শিখা মণ্ডল, উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের আত্ম সহায়ক তন্ময় চক্রবর্তী, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা অধিকারী`, বাগদা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য নিমাই বিশ্বাস, বাগদা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য প্রতিমা বিশ্বাস , বাগদা গ্রাম-পঞ্চায়েতের উপ-প্রধান অমল্য হালদার, যুব-তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি তুলসী বিশ্বাস, সহঃসভাপতি বিষ্ণু বিশ্বাস, সধারণ সমপাদক সঞ্জিত সর্দার প্রমুখ৷
উল্লেখ্য, বিধায়ক অফিসটির শুভ উদ্বোধনের পর বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা অধিকারী`,বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা বিশ্বাস সহ বেশ কয়েক জনের মধ্যে বিধায়কের সনদ পত্র বিতরন করেন বাগদার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের আত্ম সহায়ক বাবু তন্ময় চক্রবর্তী৷ অনুষ্ঠান শেষে উপস্থিত তৃণমুল কংগ্রেসের নেতা-কর্মী ও উপস্থিত জনগনের মাঝে মিষ্টী বিতরণ করা হয়৷
