বাগদাতে রেলপথের দাবিতে গন সাক্ষর অভিজান

05/01/2014 05:57

হট রিপোর্ট বাগদা ঃ-

বনগাঁ থেকে বাগদা পর্যন্ত রেলপথ তৈরীর দাবিতে জাতীয় কংগ্রেসের বাগদা ব্লক কমিটি গত ৪ঠা জানুয়ারী ২০১৪ইং সাল তারিখে বাগদাতে এক গন-সাক্ষর গ্রহনের অভিযান শুরু করে৷ সহস্রাধিক কংগ্রেসের নেতা কর্মী ও সাধারণ মানুষ ভারত সরকারের রেল দপ্তরের  রাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অধির রঞ্জন চৌধুরীকে লেখা এক আবেদন পত্রে সাক্ষর করেন৷ বাগদা ব্লক কংগ্রেসের নেতাদের দাবী রেলপথ তৈরীর স্ব-পক্ষে তাঁরা যেসব কারণ দেখিয়েছেন তা বনগাঁ থেকে বাগদা পর্যন্ত নতুন রেলপথ তৈরীর জন্য যথেষ্ট যুক্তি সম্মত৷ সে কারনে বাগদার জাতীয় কংগ্রেসের বাগদা ব্লক নেতৃত্ত্ব গত ৫ই জানুয়ারী আবেদন পত্র খানি সরসরি মাননীয় রাষ্ট্রমন্ত্রী রেল দপ্তর বরাবরে জমা দেন৷