বাগদাতে সাড়ম্বরে বিশ্বকর্মা ও মনষা পূজা অনুষ্ঠিত




হট নিউজ(বাগদা)ঃ-
গত ১৭ই সেপ্টেম্বর বাগদা মটর শ্রমিক ইউনিয়ন, ভ্যান রিকসা শ্রমিক ইউনিয়ন প্রতি বছরের ন্যায় এ বছরেও সাড়ম্বরে বিশ্বকর্মা পুজার আয়োজন করলো এবং বাগদা সর্দ্দার পাড়া ও দেহালদা গ্রামে মা মনষার পূজা উপলক্ষে ৩দিন ব্যাপী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো দেহালদার ঐতিহ্যবাহী মনষা পূজা উদযাপন কমিটি৷ গত ১৮ই সেপ্টেম্বর দেহালদা গ্রামের মা মনষার মন্দিরে বেশ ধূমধামের সাথে মনষা দেবীর পূজা অনুষ্ঠিত হয়৷ পূজার বিশেসত্ত্ব ওই দিন গ্রামের কোন বাড়ীতেই উনুন জ্বলেনা মনষা মন্দির থেকে দেওয়া পূজোর ফল ও খিচুড়ী প্রসাদ খেয়েই দিন কাটিয়ে দেয় মা মনষা ভক্তরা৷ পূজোপর্ব শেষে শুরু হয় ২দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান যার মধ্যে থাকে নৃত্য, বহিরাগত একাধিক শিল্পীর কন্ঠে বাউল সঙ্গীত ও স্থানীয় একাধিক শিল্পী অভিনীত যাত্রা পালা৷
