বাগদাতে সেচ্ছা রক্তদান শিবির

19/02/2014 18:24

হট রিপোর্ট(বাগদা)ঃ-

                   বাগদা নর নারায়ন সেবাশ্রম সংঘের সাধুরা ৫৫তম মাঘী পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষ্যে ৫ দিন ব্যাপী এক গুচ্ছো কর্মসুচী গ্রহন করে৷ কর্মসুচী গুলির মধ্যে ছিল ৫ দিন ব্যাপী ধর্মীয় মহানাম যজ্ঞানুষ্ঠান, কৃষি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেচ্ছা রক্তদান শিবির৷ গত ১১ই ফেব্রুয়ারী থেকে ১৫ই ফেব্রুয়ারী পর্যন্ত ৫ দিন ব্যাপী ধর্মীয় মহানাম যজ্ঞানুষ্ঠানে এলাকার একাধিক কীর্ত্তনদল পালাক্রমে মহানাম পরিবেশন করেন৷ ১৩ই ফেব্রুয়ারী কৃষি প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন বাগদা ব্লক কৃষি আধিকারিক বিদ্যুৎ কুমার সাহা৷ ১৫ই ফেব্রুয়ারী সেচ্ছা রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন বাগদা ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সুরজ সিনহা৷ বাগদা নর নারায়ন সেবাশ্রম সংঘের সাধুগন আয়োজিত সেচ্ছা রক্তদান শিবিরে ২০ জন রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন৷ উক্ত জনকল্যান মূলক অনুষ্ঠানে বিশিষ্ট জনেদের মধ্যে উপস্থিত ছিলেন বাগদা নর নারায়ন সেবাশ্রম সংঘের সভাপতি স্বামী বীরানন্দ ব্রহ্মচারী, নীলরতন মৃধা প্রমুখ৷