বাগদাতে স্বেচ্ছা রক্তদান শিবির

18/09/2013 02:53

হট নিউজ(বাগদা)ঃ-

বিশ্বকর্মা পুজা উপলক্ষে বগদা মটর শ্রমিক ইউনিয়ন প্রতি বছরের ন্যায় এ বছরেও আয়োজন করলো স্বেচ্ছা রক্তদান শিবিরের৷ গত ১৮ই সেপ্টেম্বর বগদা পুরাতন বাজার যাত্রী প্রতিক্ষালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে ২৮ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন৷ রক্তদান শিবিরের আয়োজক ও ৪৬জন রক্ত দাতাকে উৎসাহ যোগাতে  বিশিষ্ট ব্যাক্তি বর্গের  মধ্যে উপস্থিত ছিলেন বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, বগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানবিক খাটুয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্র্রীমতী শম্পা অধিকারী, সহঃসভাপতি বিকাশ রায়, পঞ্চায়েত প্রধান শ্র্রীমতী পূষ্প সর্দ্দার, উপ-প্রধান অমুল্য হালদার, বিশিষ্ঠ সমাজ সেবক ও তৃণমুল নেতা পরিতোষ সাহা, পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা বিশ্বাস, নিমাই বিশ্বাস, গ্রাম পঞ্চায়েতের সদস্য গোপা রায়, কমল অধিকারী, স্বপন সিকদার, কার্ত্তিক চক্রবর্তী প্রমুখ৷