বাগদার কালী পূজা পরিক্রমা

















হট নিউজ বাগদা ঃ-
বারাসতের সাথে টেক্কা দিয়ে হেলেঞ্চার কালী পুঁজোতে এবার যেন বাঁধভাঙ্গা জনস্রোত৷ হেলেঞ্চার স্পোটিং ক্লাব, নবারুন সংঘ, নব উজ্জল সংঘ, আপনজন ক্লাব, সবুজ সংঘ, দীঘির পাড়, যোগেন্দ্র স্মৃতি সংঘ, বাগদার উজ্জল সংঘ, বাগদা একাদশের প্যান্ডেল, আলোকশয্যা ও প্রতিমা জনগনের নজর কাড়ে৷ বাগদা ও হেলেঞ্চার কালী পুঁজো সুষ্ট ও সুশৃংখল ভাবে সম্পন্ন করার জন্য বাগদার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনীর কল্যান মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাস এবং বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী মানবিকা খাটুয়া সরেজমিনে প্রধান প্রধান পূজা প্যান্ডেল গুলিতে যান এবং খোজখবর নেন৷ এবারে হেলেঞ্চার উল্লেখযোগ্য প্যান্ডেল গুলির মধ্যে তুলে ধরা হয়েছে ‘বুদ্ধ মন্দির’, ‘ত্রিনাথের মন্দির’, মিশরের পিরামিড় সহ একাধিক স্বনামধন্য মন্দিরের আদলে নির্মীত সুদৃশ্য প্যান্ডেল৷ এবার পুজো উপলক্ষে গরীব দুখীদের মাঝে বস্ত্র দান ও হেলেঞ্চার ‘নবারুন সংঘ’ অর্থাৎ কার্ত্তিক বাইনের পূজো-প্যান্ডেল ও আলো হেলেঞ্চার কালী পূজোর সুনামের ভীতটাকে আরো প্রশস্ত করে৷
অপর দিকে বাগদার একাধিক পূজো-প্যান্ডেলের মধ্যে মাত্র বাগদা একাদশের ও উজ্জল সংঘের প্যান্ডেল দুটি প্রশংসিত হয়৷
