বাগদায় অটো দুর্ঘটনা মৃত এক

হট রিপোর্ট বাগদা ঃ-
বাগদা থানার মামাভাগিনা বাজারের নিকটে অটো দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হলো এক ব্যাক্তির৷ জানা গেছে, গত ১৭ই ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে বাগদা অটো ইউনিয়নের বয়রা থেকে বাগদা গামী একটা অটোতে যাত্রী ছিল কুড়ুলিয়ার বিশিষ্ট রসিক ব্যাক্তিত্ত্ব মানিক চন্দ্র রায়(৫৫)৷ নব নির্মিত রোড়ে দ্রুত গতিতে ছুটেচলা অটোটি কুড়ুলিয়া বাজারের নিকটে এসে একটা কুকুরকে বাঁচাতে গিয়ে চালক প্রবীর দাস হঠাৎই অন্যদিকে অটো ঘোরাতেই রাস্তার পাশের গাছে মানিক বাবুর মাথায় আঘাত লাগে অটো থেকে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ মানিক বাবুর অকাল মৃত্যুর ব্যাপারে এলাকাবাসীর অভিযোগ, বেপরোয়াভাবে অটো চালনাকেই দায়ী করেছেন৷
এ ব্যাপারে মৃত মানিক বাবুর বাড়ীর লোকজনের সঙ্গে কতিপয় রাজনৈতিক নেত্তৃত্বের মধ্যস্থতায় বাগদা অটো ইউনিয়নের নেত্রবৃন্দের নগত কিছু টাকা জরিমানা করা হয় এবং অটো চালক প্রবীর দাস বা মালিক নারান সাহার বিরুদ্ধে কোন প্রকার মামলা না করার সিদ্ধান্ত গৃহিত হয়৷ বাগদা হাসপাতাল কত্তৃপক্ষ জানিয়েছে, মানিক বাবুকে যেহেতু মৃতঅবস্থায় হাসপাতালে আনা হয়েছিল সেকারনে থানাকে জানানো হয়েছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷
