বাগদায় ঐতিহ্যবাহী ঝুলোন যাত্রা অনুষ্ঠিত

হট নিউজ বাগদা ঃ-
বাগদার ঐতিহ্যবাহী ঝুলোন যাত্রা মহা-সমারোহে গত ১৬ই আগষ্ট থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো চলবে ২৪শে আগষ্ট পর্যন্ত৷ এ ধরনের মেলা অনুষ্ঠান পরিচালনায় দক্ষ স্থানীয় যুব গোষ্টি ক্লাবের পরিচালনায় বিগত বছরের ন্যায় এ বছরেও ঝুলোনের মেলাতে প্রচুর লোক সমাগম হতে দেখা যাচ্ছে৷ এবারের ঝুলোন মেলাতে অসংখ্য্ মনোহারী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির, খাবারের, লোহা, চীনামাটি, ফাইবার, খেলনা, টুপি-বেল্টের অজস্র দোকান সহ রয়েছে ইলেক্ট্রিক ও ড্যান্সিং নাগর দোলা, টয় ট্রেন ড্যান্স হাঙ্গামা ইত্যাদি৷ এবারে ঐতিহ্যবাহী ঝুলোন মন্দিরের সার্ব্বিক তত্ত্ববধান ও অলংকারের দায়িত্বে রয়েছেন মন্দিরের সেবাইত শুকদেব গোস্বামী৷
