বাগদায় পঙ্গায়েত সমিতি গঠন


হট নিউজ বাগদাঃ-
বাগদা পঞ্চায়েত সমিতির সম্ভাব্য সভাপতিপদের জন্য পর্য্যায়ক্রমে কার্ত্তীক বাইন, মিহির বিশ্বাস, তরুন ঘোষদের নাম লোকের মুখে মুখে ফিরলেও সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হলো বাগদা পঞ্চায়েত সমিতি৷ গত ৩০শে আগষ্ট বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক খোকন চন্দ্র বালার পৌরহিত্যে বাগদা ব্লক তৃণমুলের শীর্ষ নেতৃত্ত্ব বিধায়ক ও পঃবঃ সরকারের অনগ্রসর শ্রেনীর কল্যান মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের নেপথ্য নির্দ্দেশনায় তৃণমুলের ও অন্যআন্য রাজনৈতিক দলের ২৭জন সদ্য নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য গনের উপস্থিতে বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক খোকন চন্দ্র বালা সংখ্যা গরিষ্ট তৃণমুলের নব-নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য গনের মধ্য থেকে পঞ্চায়েত সমিতির ১জন সভাপতি এবং ১জন সহঃসভাপতি নির্বাচিত করার জন্য বললে তৃণমুলের নব-নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য গনের দল-নেত্রী প্রতিমা রায় সভাপতি পদে শম্পা অধিকারী এবং সহঃসভাপতি পদে বিকাশ রায়ের নাম প্রস্তাব করলে তৃণমুলের সকল নির্বাচিত সদস্যের সন্মোতিক্রমে শম্পা অধিকারী(৪৮)কে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিকাশ রায়(৪২)কে পঞ্চায়েত সমিতির সহঃসভাপতি নির্বাচিত করা হয়৷
জানা গেছে, নবনির্বাচিত বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা অধিকারী কুজার বাগী গ্রামের ব্যাবসায়ী তপন অধিকারীর স্ত্রী৷ উঁনি একজন গৃহবধু, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, পুর্বে রাজনীতির সাথে সরাসরি জড়িত বা কোন পদে না থাকলেও তৃণমুলের জন্মলগ্ন থেকেই একনিষ্ঠ তৃণমুল সমর্থক বলে জানান, তিনি আরো জানান, দত্তফুলিয়ার শ্রীমা মহিলা সমিতির একটা গুরুত্বপুর্ন পদে আছেন এবং ২০০৭ইং সালে তিনি পুরস্কৃতও হয়েছেন৷২০১৩এর পঞ্চায়েত সমিতি নির্বাচনে তিনি মালিপোতা থেকে সর্ব্বোচ্য ২৭৭০ ভোট পেয়ে তৃণমুলের পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন তাঁর নিকটতম প্রতিদন্দী সিপিএমের ফেরদৌসী মন্ডল পেয়েছিলেন ২৭৩৯ ভোট৷ অপরদিকে নব-নির্বাচিত সহঃসভাপতি বিকাশ রায় সিন্দ্রানী থেকে সর্ব্বোচ্য ৩২২৯ ভোট পেয়ে তৃণমুলের পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন৷ উঁনার নিকটতম প্রতিদন্দী সিপিএমের সুভাষ চন্দ্র মিস্ত্রী পেয়েছিলেন ২৫৫৫ ভোট৷ নব-নির্বাচিত সহঃসভাপতি বিকাশ রায় একজন সক্রীয় তৃণমুলের নেতা তিনি বিগত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষের দায়িত্ত্বে ছিলেন তার পুর্বেও তিনি গ্রাম পঞ্চায়েত গুরুত্বপুর্ন দায়িত্ত্ব পালন করেছেন৷
