বাগদায় বৃক্ষ রোপন ও কংক্রীট রাস্তাার উদ্বোধন মন্ত্রীর



হট রিপোর্ট বাগদা৷ঃ-
মহত্মা গান্ধী জাতীয় গ্রামীন কর্মসংস্থান আইনের অধিনে গ্রামীন উন্নয়ন পরিকল্পনায় ১টি কংক্রীট রোড, পারিবারিক শৌচাগার নির্মান ও সামাজিক বৃক্ষ রোপন অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যান উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ উপেন্দ্রনাথ বিশ্বাস৷ ৭ই জানুয়ারী অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশিষ্ঠ জনেদের মধ্যে উপস্থিত ছিলেন বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন ও প্রকল্প উন্নয়ন আধিকারিক শ্রীমতী মানবিকা খাটুয়া, বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী পুষ্প সর্দ্দার, উপ-প্রধান অমুল্য হালদার, গ্রাম পঞ্চায়েত সদস্য গোপা রায়, গীতা সাহা, উমা সরকার প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগদা ব্লক পঞ্চায়েত উন্নয়ন কর্মকর্তা রজতকান্তি দত্ত৷
