বাগদায় ভবা পাগলার অনুষ্ঠান


হট নিউজ বাগদা ঃ-
বাগদা নোনচাপোতার বিশিষ্ঠ ভবাপাগলা ভক্ত ফ্রুট মার্চেন্ট সুভাষ দাস ওরফে জামাই প্রতি বছরের ন্যায় এ বছরেও লক্ষ্য লক্ষ্য টাকা ব্যায়ে মহা ধূমধামের সাথে ৩দিন ব্যাপী পালন করলো বাগদার গরীব দরিদ্র সম্প্রদায়ের এক বছরের প্রতিক্ষার সেই ঐতিহ্য মন্ডিত ভবাপাগলা উৎসব ও বাৎসরিক কালী পুজা৷ এ উপলক্ষ্যে বাগদা নোনচাপোতার ভবাপাগলা ভবন আলোয় আলোয় ঝলমল করে ওঠে, প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয় দামী দামী ফল বিতরণ, গরীবদের মাঝে শীতবস্ত্র ও কম্বল প্রদান পর্ব, পশ্চিম বঙ্গের স্বনামধন্য কয়েক জন সঙ্গীত শিল্পীর পরিবেশিত ভক্তিগীতি ও ভবাসঙ্গীতের সুরের মূর্চ্ছনায় সহস্রাধিক শ্রোতা কিছুক্ষনের জন্য বিহ্বল হয়ে যায়৷ গত ১৪ই ডিসেম্বর সারাদিন হাজার হাজার ভক্ত পুর্ণাঙ্গ আপ্যায়নে ভবাপাগলার প্রসাদ গ্রহন ও রূচিসম্মত উন্নত নিরামিস আহারে তৃপ্ত হয়৷ উল্লেখ্য, ভবাপাগলা অনুসারীদের উন্নত ও রূচিশীল বাদ্যযন্ত্র সহকারে পরপর দু’দিনের রোডরালী অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করে৷
