বাগদায় শুরু হলো নির্মল পঞ্চায়েত অভিযান


 of DSCN3567.jpg)






হট নিউজ (বাগদা)ঃ-
বাগদা বিডিও অফিসের মিটিং হলে গত ২৩শে আগোষ্ট অনুষ্ঠিত হলো বাগদা ব্লক নির্মল পঞ্চায়েত অভিযান ও স্বচ্ছতা দূত প্রশিক্ষন কর্মসূচী -২০১৩ ৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হঠাৎই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় জয়েন্ট বিডিও আশীষ মন্ডল অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন৷ অন্যআন্য বিশিষ্ট অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাগদা ব্লক সাস্থ্য বিধির সুপার ভাইজার নির্মল চক্রবর্তী, নব-নির্বাচিত বাগদা ব্লকের ৯টি পঞ্চায়েত প্রধান,ও পঞ্চায়েত সমিতির নব-নির্বাচিত সদস্য বৃন্দ৷ অনুষ্ঠানের প্রারম্ভে বিশেষ প্রশিক্ষন শেষে ১৮৭জন স্বচ্ছতা দূতের প্রত্যেককে এই প্রথম ৫০০(পাঁচ শত) টাকা প্রথম মাসের সন্মানী প্রদান করা হয়৷ এর পর বিশিষ্ট জনদের বক্তব্য দান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এই অনুষ্ঠানে সাস্থ্য বিধির উপর আধুনিক গান,ভাটিয়ালী গান, নাচ সহ ঝুমুর গান পরিবেশন করেন স্থানীয় ও বহিরাগত পেশাদার শিল্পীরা৷ এ ছাড়াও এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল দুর-দর্শন খ্যাত স্বনাম ধন্য জাদুকর এস এন সর্ম্মার সাস্থ্য বিধির উপর প্রদর্শিত একাধিক অনোবদ্য জাদু প্রদর্শনী ৷
