বাগদায় সবজির বাজার আগুন পেয়াজ সেঞ্চুরির পথে


হট নিউজ বাগদা ঃ-
বাগদা ব্লকের সর্বত্রই সবজি বাজার আগুন। পিঁয়াজ সেঞ্চুরির পথে। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছিল আলুর দামও। বাগদা ব্লকের কোনও বাজারে কেজি প্রতি ১৮/২০ টাকা আবার কোথাও ২২ থেকে ২৫ টাকা দরেও বিক্রি হচ্ছে আলু। দাম নিয়ন্ত্রণে জ্যোতি আলুর দর বেঁধে দিল রাজ্য সরকার। খুচরো বাজারে ১৪ টাকা কেজি দরে বিক্রি করতে হবে জ্যোতি আলু। কোল্ড স্টোরেজ ও পাইকারি বাজারে জ্যোতি আলুর দামও বেঁধে দেওয়া হয়েছে। তবে চন্দ্রমুখী আলুর দাম জ্যোতি আলুর থেকে প্রতি কেজিতে দু টাকা বেশি হবে বলে জানিয়েছেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। আলু পিঁয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচকলা, ফুল ও বাঁধা কফি, পটল শিম, কাঁচা লঙ্কা, পালংশাক, মূলোশাক, পুঁইশাক, বরবটি সহ অন্যআন্য সবজি দামও।
এ ব্যাপারে বাগদাবাসী সংশ্লিষ্ট বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেছেন৷
