বাগদায় সরকারী ভাবে রাখিবন্ধন উৎসব পালিত

20/08/2013 23:58

উত্তম সাহা(বাগদা)ঃ-

মাননীয়া মুখ্যমন্ত্রী পশ্চিম বঙ্গ সরকারের নির্দ্দেশে বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সু-যোগ্য পরিচালনায় সারা পশ্চিম বঙ্গের ন্যায় বাগদাতেও বাগদা ব্লক  যুবকল্যান বিভাগের উদ্যোগে গত ২২শে আগোষ্ট বাগদা পুরাতন বাজার যাত্রী প্রতিক্ষালয়ে বেশ ধুমধামের সাথেই পালিত হলো রাখী বন্ধন উৎসব ২০১৩৷ অনুষ্ঠানের প্রারম্ভে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্য দান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক খোকন চন্দ্র বালা মহাশয়৷  তার পরেই শুরু হয়ে  যায় এক অপরের মধ্যে রাখি  বাধার কর্মসুচী ৷ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিও,পিডিও ও বাগদা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সহ স্থানীয় একাধিক গন্যমান্য ব্যাক্তি বর্গ ৷  এই অনুষ্ঠানে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকে সার্বিক সহযোগীতা করেন স্থানীয় ঐক্য-সন্মেলনী ক্লাব, পল্লী উন্নয়ন তরুন  সংঘ ও বাগদা একাদশ ক্লাব৷ রাখি বন্ধন-পর্ব শেষে  শুরু হয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠান৷ এই সঙ্গীতানুষ্ঠানে একাধিক স্থানীয় সঙ্গীত শিল্পী সহ বেতার শিল্পী শিবানন্দ গোশ্বামী ও শাশ্বতী গোশ্বামী মন্ডলের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করে ৷