বাগদায় সাধারণ তন্ত্র দিবস পালিত



হট রিপোর্ট বাগদাঃ-
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাগদার সর্ব্বত্রই পালিত হলো প্রজাতন্ত্র দিবস ২০১৪৷ দিবসটি উদযাপন উপলক্ষ্যে এলাকার বিভিন্ন ক্লাব, সংগঠন, স্কুল ও বিডিও অফিস বিভিন্ন প্রকার কর্মসুচী গ্রহন করে৷ কর্মসুচী গুলির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, নেতাজী সুভাষ চন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্য দান, দেশাত্ব বোধক সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য ব্যালী, প্রজাতন্ত্র দিবস সংক্রান্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধলা, হাসপাতালে রোগীদের মাঝে ফল ও টিফিন বিতরণ এবং সর্ব্ব-সাধারণের মাঝে চকলেট বিতরন৷ প্রজাতন্ত্র দিবস ২০১৪ উদযাপন উপলক্ষ্যে বাগদার বিডিও শ্রীমতী মানবিকা খাটুয়া ও পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শম্পা অধিকারী যৌথ ভাবে একগুচ্ছো কর্মসুচী গ্রহন করে৷ বাগদা বিডিও অফিসে অনুষ্ঠিত এ সকল কর্মসুচীতে বাগদা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরাও অংশ নেয়৷ জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্য দান শেষে বিডিও সাহেবা, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য সহ বাগদা বিডিও অফিসে সকল আধিকারিক গন, ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের বিশাল ব্যালী বাগদা হাসপাতালে পৌছে এবং রোগীদের মাঝে ফল ও টিফিন বিতরণ করেন৷
