বাগদায় ১৭তম বাত্সরিক মতুয়া মহা উত্সব

12/03/2014 13:50

            

হট রিপোর্ট বাগদা ঃ-

            বাগদা নতুন বাজার সার্ব্বজনীন শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গনে ৬দিন ব্যাপী ১৭তম বাৎসরিক “মতুয়া মহৎসবের আয়োজন করে বাগদা নতুন বাজার শ্রীশ্রী হরি মন্দির কমিটি ও বাগদা ব্লক মতুয়া মহাসংঘের ভক্তবৃন্দ৷ উক্ত মতুয়া মহৎসব উপলক্ষে গত ৪ঠা মার্চ্চ থেকে ৯ই মার্চ্চ পর্যন্ত একাধিক ধর্ম্মমূলক কর্মসূচী গ্রহন করেন৷ কর্মসূচী গুলির মধ্যে ছিল মঙ্গলঘট স্থাপন, ঠাকুরের মহাশক্তি নিশান উত্তোলন, হরি লীলামৃত পাঠ, অধিবাস কীর্ত্তন, প্রশ্ন ও উত্তরে হরি-সঙ্গীত, মহাসংকীর্ত্তন, গুরুচাঁদ চরিত পাঠ, কবিগান, বাউল গান, লোক সঙ্গীত, হরিলীলা নৃত্য, হরি-যাত্রা, দল বরন ও ঠাকুরের ভাবাদর্শ,কর্মাদর্শ নিয়ে আলোচনা এবং প্রসাদ বিতরণ৷

            উল্লেখ্য, উক্ত মহৎসবে হরিভক্ত মোঃ দেলোয়ার হোসেন ও তাঁর সম্প্রদায়ের পরিবেশিত প্রশ্ন ও উত্তরে হরি-সঙ্গীত ও মহাসংকীর্ত্তন অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করে৷