বাগদা অটো অপারেটার্স ইউনিয়ানের পথ অবরোধ

08/04/2014 20:59

        

 হট রিপোর্ট বাগদা ঃ-             

         বাগদা অটো অপারেটার্স ইউনিয়ান নোনচাপোতা পাঁচ মাথায় একাধিক দাবির ভিত্তিতে গত ২রা এপ্রিল সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারটা পর্যন্ত পথ অবরোধ করে৷ পরে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়৷ বাগদা অটো অপারেটার্স ইউনিয়ানের সেক্রেটারী মথুর বাবু জানান, তাদের ইউনিয়ানের ২৫ খানা এল পি জি অটো বনগাঁ বাটার মোড় থেকে বাগদা পর্যন্ত চলাচলের বৈধ অনুমতি পত্র থাকার সত্ত্বেও বনগাঁ ও কলম বাগান অটো ইউনিয়ানের কর্মকর্তারা সম্পুর্ন অন্যায় ভাবে তাঁদের ২ খানা অটো আটকিয়ে বনগাঁ থানায় জমা দিয়েছে, রাস্তায় তাদের অটো গুলিকে সঠিক ভাবে চালাতে না দেবার কারনে তার ইউনিয়ানের ২৫জন অটো ড্রাইভার মানবেতর জীবনযাপন করছেন৷ পথ অবরোধ তুলে নেবার সময় বাগদা থানার মেজবাবু কথা দিয়েছিলেন তাদের সমস্যা গুলি সমাধানের ব্যাবস্থা নেবেন কিন্তু শেষ পর্যন্ত তারা কিছুই করেননি৷