বাগদা একাদশের ফুটবল টুর্ণামেন্ট



হট নিউজ (বাগদা)ঃ-
বাগদার ঐতিহ্যবাহী স্পোর্টিং ক্লাব ‘বাগদা একাদশ’ আয়োজিত ৮ দলের ২১দিন ব্যাপী এক মনোজ্ঞ ফুটবল টুর্ণামেন্টের গত ৮ই সেপ্টেম্বর বিকালে ফাইনাল খেলার মধ্যদিয়ে পরিসমাপ্তি ঘটে৷ বাগদা হাই স্কুল মাঠে উপচে পড়া দর্শকের উপস্থিতে সেমি-ফাইনালে ওঠা বাগদা ব্লকের শক্তিশালী ফুটবলটীম নীলেবাঁশকুঠি ও বাগদার ঐতিহ্যবাহী স্পোর্টিং ক্লাব বাগদা একাদশের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৩ : ১ গোলে নীলেবাঁশকুঠি বাগদা একাদশকে পরাজিত করে বিজয় ট্রফি ছিনিয়ে নেয়৷
উল্লেখ্য,২১ দিন ব্যাপী এই টুর্ণামেন্টে বাগদা ব্লকের বয়রা একাদশ, বাকসা পালপাড়া স্পোর্টিং ক্লাব, বাকসা পল্লীমঙ্গল যুবক সমিতি, সুনড়ো আদিবাসী সংঘ, নিলেবাঁশকুঠি আদিবাসী সংঘ, মালিদা স্পোর্টিং ক্লাব, বাগদা একাদশ ও সিন্দ্রানী একাদশ দল অংশ গ্রহন করে৷ জানা গেছে বিজয়ীদল অর্থাৎ প্রথম স্থান অধিকারী দল নিলেবাঁশকুঠি আদিবাসী সংঘ বিজয় ট্রফি সহ নগদ ৫০০০৷=(পাঁচ হাজার)টাকা, বিজীত অর্থাৎ দ্বিতীয় স্থান অধিকারী দল বাগদা একাদশ ট্রফি সহ নগদ ৩০০০৷=(তিন হাজার)টাকা, তৃতীয় স্থান অধিকারী দল সুনড়ো আদিবাসী সংঘকে ট্রফি সহ নগদ ১০০০৷=(এক হাজার)টাকা পুরস্কৃত করেন৷ পুরস্কার বিতরণ করেন বাগদা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অসিত কুমার দত্ত মহাশয়৷ উক্ত অনুষ্ঠানে বাগদা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অমুল্য হালদার সহ স্থানীয় অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
