বাগদা একাদশের ফুটবল টুর্নামেন্ট

17/08/2014 00:23

 হট রিপোর্ট বাগদা ঃ-

                বাগদার ঐতিহ্যবাহী ক্লাব বাগদা একাদশের উদ্যোগে এ বছরও আজ রবিবার বিকাল ৩টায় শুভ উদ্বোধন হলো ২২দিন ব্যাপী ১০দলীয় মনোজ্ঞ প্রীতি ফুটবল টুর্নামেন্টের৷ বাগদার কতিপয় বিশিষ্ট জনেদের উপস্থিতিতে বাগদা একাদশ ও বাকসা স্পোটিং ক্লাবের খেলার মধ্যদিয়ে শুভ সূচনা হলো এই ফুটবল টুর্নামেন্টের৷ এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল বাগদা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অসিত দত্ত, কুড়ুলিয়া বাগদা হাইস্কুলের প্রধান শিক্ষক অনুতোষ দত্ত, বাগদা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অমুল্য হালদার, বাগদা কাষ্টমস্ এর বড়বাবু, সমাজ সেবক পরিতোষ সাহা প্রমূখের৷ প্রথম দিনের খেলায় বাগদা একাদশ  বাকসা স্পোটিং ক্লাবকে ৩:o গোলে হারিয়ে বিজয়ের শিরোপা অর্জন করে৷ উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাগদা একাদশের বিপ্লব হালদার৷