বাগদা একাদশের বিচিত্রানুষ্ঠান




হট রিপোর্ট(বাগদা)ঃ-
জামাই ষষ্টি উপলক্ষ্যে বাগদা একাদশ ক্লাব অন্যআন্য বারের ন্যায় এবারও আয়োজন করলো মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানের৷ গত ৬ই জুন সন্ধ্যায় বাগদা হাইস্কুলের ফুটবল মাঠে মাঠভরা দর্শকের মূহুর্মুহু করতালিতে এবারও সঙ্গীত পরিবেশন করলো অসংখ্য বহিরাগত সঙ্গীত শিল্পীরা৷ কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী চন্দ্রিমা ভট্টচার্য্য (লতা কন্ঠী)সদ্য পিতৃবিয়োগের কষ্টো ভুলে অসুস্থ শরীরেও কয়েকখানি সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের গুনমুগ্ধ হয়ে ওঠেন৷ বাগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল বিশ্বাসও শত ব্যাস্ততার মধ্যেও এই প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে বাগদা একাদশ ক্লাবের মঞ্চে আত্নপ্রকাশ করেন৷ এছাড়াও বিশিষ্ঠ সঙ্গীত শিল্পীদের মধ্যে ছিলেন কুমার অভিজিৎ(কিশোর কণ্ঠী), মৌমিতা, রাজা বোস প্রমূখ৷
উল্লেখ্য, বিচিত্রানুষ্ঠান আরম্ভের পুর্বে ক্লাবের পক্ষ্যথেকে বাগদা ব্লকের কয়েকটা হাইস্কুলের ১৮জন কৃতিছাত্র-ছাত্রীকে সম্বার্ধনা জ্ঞাপন করা হয়৷
