বাগদা কৃষি খামারে ৩দিন ব্যাপী মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস, সমবায় ও প্রানী সম্পদ মেলা ২০১৫ এর সমাপ্তি
হট রিপোর্ট, বাগদা : উঃ২৪পরগনা, উঃ২৪ পরগনার বাগদা কৃষি খামারে ৩দিন ব্যাপী মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস, সমবায় ও প্রানী সম্পদ মেলা ২০১৫ এর সমাপ্তি হলো গত ৯ই জানুয়ারী৷ গত ৯ই জানুয়ারী মেলার সাদা ফিতে কেটে সাড়ম্বরে যৌথভাবে মেলার শুভ উদ্বোধন করেন বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী মালবিকা খাটুয়া ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শম্পা অধিকারী৷ অনুষ্ঠান মঞ্চে এবারে ধানের চারা রোপন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী মালবিকা খাটুয়া ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শম্পা অধিকারী সহ বাগদা পঞ্চায়েত সমিতির কতিপয় সদস্য ও কর্মাধক্ষ্য গন৷ তবে উদ্বোধনী অনুষ্ঠানে বাগদা পঞ্চায়েত সমিতির কতিপয় সদস্য ও কর্মাধক্ষ্য কে নিমন্ত্রন করা হলেও ফিতে কাটার সময় তাঁদেরকে ডাকা হয়নি বলে অভিযোগ৷ প্রচার বিমুখ উক্ত মেলায় প্রকৃত উদ্দেশ্য, উল্লেখযোগ্য কৃষি পন্যের সম্ভার না থাকলেও দর্শক টানতে মেলায় নাচ, গান, নাটক, বিশেষ করে স্বনাম-ধন্য বাউল শিল্পী রাম কানাই ও তার শিষ্যের গাওয়া বাউল সঙ্গীত এলাকার কিছু বাউল প্রিয়দের আকর্ষন করে৷
