বাগদা নতুন বাজারে মহানাম যষ্ণ অনুষ্ঠিত

14/11/2013 17:56

হট নিউজ বাগদাঃ-

বাগদা নতুন বাজার ব্যবসায়ীবৃন্দ ও গ্রামবাসীবৃন্দের পরিচালনায় নতুন বাজার শ্রীশ্রী কালীমায়ের মন্দিরের বাৎসরিক পুজা উপলক্ষ্যে ১৯তম বর্ষীয় ৮ম দিবস ব্যাপী ধর্মীয় মহাসন্মেলন তৎসহ ১৬প্রহর ব্যাপী নামযজ্ঞানুষ্ঠান ও নরনারায়ন সেবা গত ১৮ই নভেম্বর শেষ হয়৷ ৮দিন ব্যাপী এই অনুষ্ঠানে গৃহিত কর্মসূচী গুলির মধ্যে ছিল শ্রীশ্রীগীতা ও শ্রীৎমভাগবত পাঠ, ভক্তি মূলক বাউলগান, পদাবলী কীর্ত্তন, পালা কীর্ত্তন, রূপ কীর্ত্তন, মহানাম সংকীর্ত্তন, কুঞ্জভঙ্গ, নরনারায়নের উদ্দেশ্য খিচুড়ী ও মহাপ্রভুর ভোগের প্রসাদ বিতরন৷

উল্লেখ্য, ভারত খ্যাত কীর্ত্তনীয়া রাধাপদ ঘোষের পদাবলী কীর্ত্তন ও রূপ কীর্ত্তন নামযজ্ঞানুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করে৷