বাগদা পুরাতন বাজারে মহা-নামযজ্ঞানুষ্ঠান

21/02/2014 13:53

 

 

 

হট রিপোর্ট বাগদা ঃ-

                   বাগদা পুরাতন বাজার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভক্তপ্রান উৎসব কমিটির পরিচালনায় মহা ধুম-ধামের সাথে অনুষ্ঠিত হলো সপ্তম দিবস ব্যাপী শ্রীশ্রী তারকব্র্রহ্ম মহা-নামযজ্ঞানুষ্ঠান৷ গত ২৩শে ফেব্রুয়ারী নগর কীর্ত্তন, কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল, মহাভোগ রাগ, মহাপ্রভুর প্রসাদ ও খিচুড়ী প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মীয় অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে৷ মঙ্গলঘট স্থাপন, মাঙ্গলিক আচার- শ্রীশ্রীগীতা পাঠ, শোভা যাত্রা, শ্রীশ্রী ভাগবত পাঠ ও রূপ কীর্ত্তন পরিবেশনের মধ্য দিয়ে গত ১৭শে ফেব্রুয়ারী উক্ত নামযজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা হয়৷পরবর্তী দিন গুলোর বিশেষ বিশেষ অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীল প্রভুপাদ স্বরূপানন্দ গোস্বামী(কোলকাতা) ও অনুপানন্দ দাস বাবাজী(শ্রীধাম বৃন্দাবন)এর পরিবেশনায় শ্রীশ্রীভাগবত পাঠ, সুধাকন্ঠী কীর্ত্তনীয়া শ্রীমতী গৌরী পন্ডিত ও কীর্ত্তন সম্রাট কৃষ্ণপাল (কোলকাতা)এর পরিবেশনায় পদাবলী কীর্ত্তন ও মুর্শীদাবাদ জলঙ্গীর নবীন বালক নিত্যানন্দ সম্প্রদায়ের পরিবেশনায় পালাকীর্ত্তন৷

                  উল্লেখ্য এবারের সপ্তম দিবস ব্যাপী শ্রীশ্রী তারকব্র্রহ্ম মহা-নামযজ্ঞানুষ্ঠানে মুর্শীদাবাদ জলঙ্গীর নবীন বালক নিত্যানন্দ সম্প্রদায়ের পরিবেশনায় পালাকীর্ত্তন লালাবাবু জগৎ শেঠ, নরমেধ যজ্ঞ পালায় উপচে পড়া ভক্ত সমাগমের বিচারে শ্রেষ্ঠত্বের সন্মান অর্জন করে৷