বাগদা ব্লক ও আঞ্চলিক তৃণমুল কংগ্রেসের পথসভা
হট রিপোর্ট বাগদা ঃ-
কেন্দ্রীয় বাজেটে ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস, কৃষি উপকরন সহ একাধিক নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিসহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ও দলনেত্রী মমতা ব্যানার্জীর ডাকে আগামী ২১শে এপ্রিল উদযাপন উপলক্ষ্যে ধর্ম্মতলা শহীদ মীনার চত্তরে রাজ্যের সকল ব্লকের মত বাগদা ব্লকের সকল তৃণমুল কর্মী-সমর্থকদের ধর্ম্মতলার জনসভায় দলে দলে হাজির হবার জন্য বাগদা পুরাতন বাজারে এক সান্ধ্য-কালিন পথ সভার আয়োজণ করে যৌথভাবে বাগদা ব্লক ও আঞ্চলিক তৃণমুল কংগ্রেস কমিটি৷ উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বাগদা ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি দিলীপ ঘোষ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তরুন ঘোষ, প্রাক্তন বিধায়ক দুলাল বর, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইন, প্রতিমা রায়, প্রাক্তন ছাত্র নেতা জয়ন্ত বিশ্বাস, মুকুল হালদার, মিত্তুন বিশ্বাস, দীনবন্ধু হীরা, গোপাল হীরা, বৃন্দাবন মণ্ডল প্রমুখরা৷ উক্ত পথসভায় বক্তব্য দানকালে প্রাক্তন বিধায়ক দুলাল বর একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, তৃণমুল কংগ্রেস দলটা করে-কম্মে খাবার দল নয় দলটা খুবই পবিত্র, তাঁর কাছে লেন-দেনের যথেষ্ঠ প্রমান আছে৷ তিনি বলেন, কিছু সুবিধেবাদী স্ব-ঘোষিত মেকী-তৃণমুলী কৃষান মান্ডীতে বিশেষ সুবিধা পাইয়ে দেবার জন্য মাথা পিছু ২০হাজার টাকা তুলেছে৷ ওঁনার প্রশ্ন এরা কারা ? বাগদা হাইস্কুলের গাছ চুরির ব্যাপারে স্ব-ঘোষিত তৃণমুলীদের ভূমিকার সমালোচনা করেন৷ তিনি বর্তমান বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উপেন্দ্র নাথ বিশ্বাসের কাছে কয়েকটি বিষয়ের জন্য বিচার চেয়ে পাননি বলে বক্তব্যে উল্লেখ করেন৷ ২২টা মিথ্যা মামলা মাথায় নিয়ে তিনি বিগত পঞ্চায়েত ও পঞ্চায়েত নির্বাচনে কিছু কিছু জায়গায় নির্দলের হয়ে কাজ করেছেন বলে স্বীকার করেন, ভোটের আগে SC/ST লোন দেবার জন্য ঢালাও ভাবে ফর্ম ফিলাপ করলেও তারা লোন পাননি এবং উক্ত নির্বাচনে বিপুল ভোটে পরাজিত এক সময়ে ওঁনার খুব কাছের তৃণমুল নেতার কর্তব্য কর্মেরও তীব্র সমালোচনা করেন৷ সর্বশেষ বক্তব্যে তিনি বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে দীলিপ ঘোষ বাগদা ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি বর্তমানে আছেন এবং আাগামী বিধান সভা অবধি থাকছেন৷ বাগদা ব্লক তৃণমুল কংগ্রেসের সহঃসভাপতি ও দলের অক্সিজেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইন তার বক্তব্যে বলেন, দলনেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে তাঁর আন্দোলনে শরীক হয়ে আমরা CPIM নামক জগোদ্দল পাথরটাকে সরাতে পেরেছি আর এখন আমরা এই তে-রঙ্গা পতাকাটাকে রক্ষা করতে পারবো না? তিনি বলেন আমরা মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রানিত হয়ে তৃণমুল কংগ্রেস করি, দলের কর্মী হিসাবে তাঁর আদেশ নির্দেশ আমরা মাথায় করে রাখি, তৃণমুল কংগ্রেস করবো অথচ দল নেত্রীর নির্দেশ মানবোনা তা হতে পারেনা৷ মিঃ বাইন বলেন, আমরা যদি মমতা ব্যানার্জী কে মানি তবে বাগদা ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি হিসাবে দিলীপ ঘোষ কেও মানতে হবে৷ CPIM এক পতনের পর কিছু স্বার্থন্বেসী লাল পতাকা ছেড়ে তে-রঙ্গা পতাকা হাতে নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে কালিমালিপ্ত করছে এই তে-রঙ্গা পতাকাকে৷ বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমুল কংগ্রেসের ভোট অন্যবারের তুলনায় কমেছে পক্ষান্তরে উত্থান হচ্ছে বিজপির এই অবস্থার জন্য তিনি কার্য্যতঃ বাগদার তৃণমুল কংগ্রেসের অব্যাবস্থা, সচ্ছতা ও দায়বদ্ধতাকেই দায়ী করেন৷ তিনি প্রশ্ন তোলেন জেলা পরিষদ, এমএলএ, এমপি নির্বাচনে এমন হয়না গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি নির্বাচনে এমনটা কেন হয়? বাগদা ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি দিলীপ ঘোষ দলনেত্রী মমতা ব্যানার্জীর ভূয়োসী প্রশংসা করে বলেন, কন্যাশ্রী প্রকল্প যুগান্তকারী হিসাবে সর্ব্বজন প্রশংসীত হয়েছে তার পর রয়েছে যুবশ্রী প্রকল্প৷ এই দলের নীতি আদর্শও সর্ব্বজন প্রশংসীত৷ সর্ব্বশেষ তিনি ১৯৯৩ সালের ২১শে এপ্রিল CPIM এর অমানুসিক নির্য্যাতনে শহীদ ১৩ জনের মৃত আত্নার প্রতি শ্রোদ্ধা জানাবার জন্য আগামী ২১শে এপ্রিল ধর্ম্মতলা শহীদ মীনার চত্তরে দলেদলে এক ছাতার নিচে একত্রিত হয়ে দল নেত্রী মমতা ব্যানার্জীর হাতকে শক্ত করার আহবান জানান৷
