বাগদা মিলন সংঘের সেচ্ছা-রক্তদান শিবির

07/04/2014 14:12

হট রিপোর্ট ঃ-        

           বাগদার ঐতিহ্যবাহী ক্লাব মিলন সংঘ বাসন্তী পুজা উপলক্ষ্যে একাধধিক সমাজ কল্যান মূলক কর্মসূচী গ্রহন করে৷ কর্মসুচী গুলির মধ্যে ছিল গত ৬ই এপ্রিল সেচ্ছা-রক্তদান শিবির, ৭ই এপ্রিল বাগদার বিশিষ্ঠ চিকিৎসক ডাঃ সমর মল্লিকের সৌজন্যে বিনা খরচে আলট্রাসনোগ্রাফী, ই.সি.জি, সুগার পরীক্ষা ও মেডিকেল ক্যাম্পের এক বিশেষ ব্যবস্থা৷ এ ছাড়াও পূজা মন্ডপ প্রাঙ্গনে বাসন্তী পুজা উপলক্ষ্যে ৫দিন ব্যাপী মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷ ৬ই এপ্রিল সেচ্ছা-রক্তদান শিবির ৪০জন মত রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন৷ মিলন সংঘ আয়োজিত বাসন্তী পুজা উপলক্ষ্যে এই রক্তদান শিবিরের দারের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন বাগদা থানার আরক্ষ আধিকারিক গোপাল বিশ্বাস৷ উক্ত অনুষ্ঠানে বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন বাগদা হাসপাতালের ডাঃ দেবাংশু সরকার, ডাঃ জি.পোদ্দার, বাগদা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য নিমাই বিশ্বাস, বিশিষ্ঠ সমাজ সেবক পরিতোষ সাহা, ডাঃ ইউ সাহা প্রমুখ৷ উল্লেখ্য একই দিনে বাগদার তরুন সংঘ ক্লাবও সেচ্ছা-রক্তদান শিবিরের আয়োজন করেন৷