বাগদা হাসপাতালে এসি বিভ্রাট
লেবার রুমে এসি নেই দেখে মাথায় হাত উপেন বাবুর ৷
হট নিউজ,বাগদা - স্বা্ধীনতা দিবসে বাগদা গ্রামীন হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরন করতে এসে অনগ্রসর শ্রেনী কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও বাগদা বিধানসভার তৃনমুল কংগ্রেসের চেয়ারম্যান ড. উপেন্দ্র নাথ বিশ্বাস তার দপ্তরের টাকায় নির্মিত অত্যাধুনিক লেবার রুমে এসে দেখেন তাঁর দেওয়া তিন তিনটি এসি নেই৷ এই দেখে তো তাঁঁর মাথায় হাত, তিনি তাৎক্ষনিক ভাবে কর্তব্যরত চিকিৎক ডাঃ মৃদুল সাহা কে জিজ্ঞাসা করে সন্তোষ জনক উত্তর পাননি সন্তোষ জনক উত্তর দিতে পারেননি কর্তব্যরত অপর মহিলা ডাক্তারও৷ তাঁরা বলেন, যেহেতুু প্র্রশাসনিক দায়িত্ব হাসপাতালের বি.এম.ও.এইস ডাঃ প্রনব মল্লিকের সেহেতু উঁনিই এর সঠিক জবাব দিতে পারবেন৷
এব্যাপারে ড.বিশ্বাস বিডিও সহেবের কাছেও অভিযোগ করেছেন বলে জানা গেছে৷
